বেহালায় বাবা-শিশুকে পিষে মারল পুরসভার লরি! মৃত দেহ রাস্তায় ফেলে বিক্ষোভ, নামানো হল ব়্যাফ

বাংলা হান্ট ডেস্কঃ সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা (Fatal Accident)! বেহালায় (Behala) স্কুল পড়ুয়া এবং তার বাবাকে পিষে মারল পুরসভার লরি। এই পথ দুর্ঘটনাকে (Road Accident) কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা। বাচ্চাটির মৃতদেহ রাস্তায় ফেলে প্রতিবাদে নেমেছে স্থানীয় মানুষজন।

সূত্রের খবর, এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ কলকাতা পুরসভার মাটি বোঝাই একটি লরি সজোরে এসে ধাক্কা রাস্তায় চলতি এক বাইকে। সেই বাইকটিতে বড়িষা হাইস্কুলের দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া এক শিশু ও তাঁর বাবা। বাইকটিকে রীতিমতো পিষে দেয় পুরসভার লরি। লরির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই শিশু।

দুর্ঘটনায় গুরুতর জখম হয় শিশুটির বাবা। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় তাঁরও। বাবা-ছেলের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে জ্বলছে বেহালা। এদিকে পুলিশের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর অভিযুক্ত লরিচালককে ধরা গেলেও পুলিশ তাকে ছেড়ে দেয়।

পুলিশ ঘুষ নিয়ে ওই লরিচালককে ছেড়ে দেয় বলে অভিযোগ। ঘটনায় ক্ষোভে উত্তপ্ত গোটা এলাকা। বাচ্চাটির মৃতদেহ রাস্তায় ফেলে রেখে প্রতিবাদে নেমেছেন স্থানীয় মানুষজন। ক্ষোভ আছড়ে পড়ে ডায়মন্ড হারবার রোডে।

accident

ঘটনার জেরে এদিন সকাল থেকে কার্যত অবরুদ্ধ ডায়মন্ড হারবার রোড। পরিস্থিতি আয়ত্তে আনতে নামানো হয়েছে পুলিশ বাহিনী। ময়দানে নামে ব়্যাফ। কাঁদানে গ্যাসও ছোড়া হচ্ছে। আহত হয়েছেন আরও কয়েকজন। পাল্টা বিক্ষোভকারীদের ছোড়া পাথরে আহত হয়েছেন কয়েক জন পুলিশকর্মীও। একের পর এক বাস ভাঙচুর। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলও। সব মিলিয়ে রণক্ষেত্রের চেহারা নিয়েছে গোটা এলাকা।