বাবা নামের কলঙ্ক! অন্য মহিলার জন্য স্ত্রীর সাথে ঝামেলা, মেয়েকে খুন করে নদীতে ভাসাল গুণধর ব্যক্তি 

বাংলা হান্ট ডেস্কঃ ভিন রাজ্যে কাজ করতে যাওয়াই হল কাল! বাড়িতে তিন মাসের শিশু কন্যা এবং স্ত্রীকে ভুলে দিব্যি অন্য মহিলার সাথে ঘর-সংসার করতে শুরু করেছিলেন ঝাড়খণ্ডের বাসিন্দা এক পরিযায়ী শ্রমিক। প্রত্যেক বছরই বর্ধমানের কালনার মন্তেশ্বরের পান বয়েরা গ্রামে ভিন রাজ্যের অনেক পরিযায়ী শ্রমিক ধান কাটার কাজে আসেন।

৩ মাসের মেয়েকে খুন (Crime) করে নদীতে ভাসাল গুণধর বাবা

তেমনি ঝাড়খণ্ডের বাসিন্দা জোসাই মুর্মু নামে এক পরিযায়ী শ্রমিকও তার স্ত্রীকে নিয়ে ওই পান বয়েরা গ্রামে ধান কাটার কাজে আসে। সদ্য জোসাইয়ের স্ত্রী এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। মাত্র তিন মাস বয়স তার। তাই এই বছরেই প্রথম স্ত্রীকে ছাড়াই ধান কাটার কাজে ফিরে আসে জোসাই। কিন্তু এবার জোসাই মুর্মুর সাথে কাজে আসে রাশমি মান্ডি নামে অন্য এক মহিলা।

স্বামীর পরকীয়ার কথা ততক্ষণে পৌঁছে গিয়েছে ঝাড়খন্ডে। আর এই খবর কানে উঠতেই শিশু কন্যাকে সঙ্গে নিয়েই ওই পরিযায়ী শ্রমিকের স্ত্রী রাসমেরি মন্তেশ্বরের পান বয়েরা গ্রামে চলে আসেন। স্বামী অন্য মহিলার সাথে সংসার করায় তাদের মধ্যে শুরু হয় তুমুল বচসা। কিন্তু কে জানতো তার মাসুল গুণতে হবে এইভাবে! গতকাল অর্থাৎ বুধবার ভোরে মেয়েকে স্বামীর কাছে রেখেই প্রাতঃকর্ম সারতে গিয়েছিলেন মহিলা।

আরও পড়ুন: ছিঃ! টাকার জন্য সব সীমা পার, জোর করে ৭ জনের অ্যাঞ্জিওপ্লাস্টি, অপরেশনের পরেই মৃত্যু ২ জনের

তারপরেই তিনি ফিরে এসে দেখেন শিশুসহ বাবা উধাও। অনেক খোঁজ করার পর ঘন্টা-খানেকের মধ্যে এলাকার মানুষজন প্রথম জোসাইয়ের দেখা পায়।  কিন্তু তার সাথে ছিল না মেয়ে। তখন গ্রামবাসীরা জোড়াজুড়ি করতেই চাপে পড়ে নিজের মুখেই মেয়েকে খুন (Crime) করার কথা স্বীকার করে নেয় জোসাই। সে জানায়  নিজের একরত্তি মেয়েকে খুন (Crime) করে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া খড়ি নদীর জলে ফেলে দিয়ে এসেছে।

Crime

সত্যি সামনে আসতেই উত্তেজিত গ্রামবাসী এই ‘খুনি’ বাবাকে বেধড়ক মারধর শুরু করেন। থানায় খবর দেওয়া হলে মন্তেশ্বর থানার পুলিশ এসে জিজ্ঞাসাবাদের পর মা ও বাবাকে আটক করে। কিন্তু তল্লাশি চালানোর পর থেকে এখনও পর্যন্ত নদীর জলে শিশুকন্যার কোনো খোঁজ মেলেনি।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর