বাংলাহান্ট ডেস্কঃ নির্বাচনে অংশ নিচ্ছে তৃণমূল (tmc)। আর সেই কারণে বর্তমান সময়ে ত্রিপুরায় (Tripura) অহরহ যাতায়াত করছেন তৃণমূলের নেতৃত্বরা। আর তাঁদের থাকতে হচ্ছে সেখানকার বিভিন্ন হোটেলে। কিন্তু তাঁদের হোটেলে রাখা নিয়ে হোটেল মালিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। নির্বাচনের পূর্বে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে ত্রিপুরার পরিবেশ।
বিষয়টা হল, ত্রিপুরায় তৃণমূলের হয়ে প্রচার করতে গিয়েছিলেন বাংলার তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ। নির্বাচনের কাজের প্রয়োজনে তেলিয়ামুড়ার একটি হোটেলে রয়েছেন তিনি। অভিযোগ উঠেছে, ওই হোটেলের মহিলা মালিককে হুমকি দিচ্ছে বিজেপি। এমনকি শুক্রবার রাতে সেখানে দুস্কৃতীরা গিয়ে বিধায়ককে বের করে দেওয়ার কথা বলে বলেও অভিযোগ উঠেছে।
এই বিষয়ে নিন্দায় সরব হয় তৃণমূলের দলীয় মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, ‘বাংলায় যখন নির্বাচন হল, তখন তো বিজেপির কেন্দ্রীয় নেতারা প্রতিদিনই বাংলায় আসতেন এবং তাঁরা বাংলার নানা হোটেলেও থাকতেন। কই তখন তো তৃণমূল এমন কাজ করেনি’।
তিনি আরও বলেন, ‘আসল বিষয়টা হল ত্রিপুরার বিজেপি শিবির ভয় পেয়েছে। হেরে গিয়েছে বুঝতে পেরেই এমন আচরণ করছে, হামলা করছে তৃণমূলের নেতা কর্মীদের উপর। এমনকি হুমকি দিচ্ছে হোটেল মালিকদেরও’।
এই ঘটনার সময়ে সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতা ও স্টিয়ারিং কমিটির সদস্য আশিসলাল সিং। তিনি বলেন, ‘পুলিশ সুপার, এসডিপিও-সহ একাধিক প্রশাসনিক কর্তাকে দলের পক্ষ থেকে এই ঘটনা বিশদে জানানো হয়েছে। আর এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশের বিষয়েও তাঁদের জানিয়ে দেওয়া হয়েছে’।