বাংলাহান্ট ডেস্ক : পহেলগাঁও হামলা, পাক সংঘর্ষের পরেও বলিউডের চাঞ্চল্যকর সিদ্ধান্তে হতভম্ব সকলে। অবশেষে মুক্তি পেতে চলেছে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের (Fawad Khan) ছবি ‘আবির গুলাল’। পহেলগাঁও হামলার ঠিক পরপরই মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। কিন্তু সেই পরিস্থিতিতে পাক শিল্পীদের উপরে জারি হয় নিষেধাজ্ঞা। ফাওয়াদের (Fawad Khan) ছবি মুক্তি নিয়েও তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় ইন্ডাস্ট্রিতে।
মুক্তি পাচ্ছে ফাওয়াদ খানের (Fawad Khan) ছবি
এতকিছুর পরেও আটকানো গেল না ছবি মুক্তি। নির্মাতাদের তরফে জানানো হয়েছে, আগামী ২৯ শে অগাস্টই সেই দিন। এদিনই মুক্তি পাবে আবির গুলাল। তবে একই সঙ্গে রয়েছে আরও একটি বিরাট খবর। পাক অভিনেতার (Fawad Khan) ছবি মুক্তি পাচ্ছে ঠিকই, তবে ভারতে নয়। অর্থাৎ বিশ্বজুড়ে ওই তারিখে মুক্তি পাবে আবির গুলাল। তবে ভারতে প্রদর্শিত হবে না ছবিটি। পহেলগাঁও হামলার পরবর্তীতে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকার জেরেই এই সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।
প্রতিবাদ হয়েছিল ছবি নিয়ে: আবির গুলাল এর মুক্তি নিয়ে এর আগে কার্যত ঝড় উঠেছিল বলিউডে। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ এর তরফে ফাওয়াদের (Fawad Khan) ছবিতে নিষেধাজ্ঞা লাগানোর দাবি জানানো হয়েছিল। পহেলগাঁও হামলার আবহে পাকিস্তানি শিল্পীদের উপরে পাকাপাকি ভাবে নিষেধাজ্ঞা জারি করার আর্জি জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে চিঠিও পাঠানো হয়েছে বলে জানিয়েছিলেন সংগঠনের সম্পাদক। তারপরেই ফাওয়াদ (Fawad Khan) সহ একাধিক পাক অভিনেতা অভিনেত্রীর ইনস্টাগ্রাম হ্যান্ডেল নিষিদ্ধ করা হয় ভারতে।
আরও পড়ুন : ফের পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা পাকিস্তানের মুখে! মুনিরকে পালটা জবাবে ‘অওকাত’ বোঝাল ভারত
পাক সংঘর্ষের আবহে বাতিল হয় মুক্তি: গত ৯ ই মে মুক্তি পাওয়ার কথা ছিল আবির গুলাল এর। কিন্তু ওই পরিস্থিতিতে ফেডারেশনের তীব্র আপত্তিতে বাতিল হয়ে যায় মুক্তি। যদিও তখন লন্ডনে ছবির প্রচার চালাচ্ছিলেন ফাওয়াদ (Fawad Khan) বাণী। কিন্তু অপারেশন সিঁদুরের পরেই বন্ধ হয় সেটাও। অবশেষে ভারতকে বাদ দিয়েই মুক্তি পাচ্ছে আবির গুলাল।
আরও পড়ুন : স্বাধীনতা দিবসের জব্বর চমক, চাকা গড়াবে শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রোর! মোদীর হাত ধরেই উদ্বোধন?
প্রসঙ্গত, দীর্ঘদিন পর বলিউডে ফিরে ‘আবির গুলাল’ ছবিতে অভিনয় করেছিলেন ফাওয়াদ। তাঁর বিপরীতে রয়েছেন বাণী কাপুর। ২০১৬ তে ভারতে তাঁর শেষ কাজ ছিল ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। তারপর এদেশে পাক শিল্পীদের উপরে নিষেধাজ্ঞা জারি হওয়ায় আর তাঁর দেখা মেলেনি বলিউডের কোনো প্রোজেক্টে।