বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল প্রার্থীর র্যালি কভার করতে বহরমপুর (Berhampore) এসেছিলেন। তবে এখানে এসে তৃণমূল কর্মীদের হেনস্থার শিকার হতে হল এক মহিলা সাংবাদিককে। নিজের এক্স হ্যান্ডেলে সম্পূর্ণ ঘটনার বিবরণ দিয়ে একটি পোস্ট করেন তিনি। এবার সেই পোস্ট শেয়ার করে রাজ্যের শাসক দলকে একহাত নিলেন বিজেপির (BJP) আইটি সেলের প্রধান তথা পশ্চিমবঙ্গ বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য (Amit Malviya)।
বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের একটি হ্যান্ডেলে পোস্ট করেন ওই মহিলা সাংবাদিক (Female Journalist)। লেখেন, ‘আমি নিজের কাজের জন্য বহরমপুরে রয়েছিল। আজ একটি র্যালি কভার করার সময় বেশ কয়েকজন পুরুষ আমার শ্লীলতাহানির চেষ্টা করে। ওনারা আমায় পিছন থেকে ধরেছিলেন। আমি শুধুমাত্র একনিষ্ঠভাবে নিজের কাজ করছি। এই পুরুষদের বাড়িতে কি মা-বোন নেই? আমাদেরও মানুষেরই শরীর’।
Thread. ANI’s lady journalist, who was covering TMC candidate Yousuf Pathan’s public program in Berhampore is groped by hundreds of TMC men, who didn’t care about her protest.
Mamata Banerjee has reduced entire Bengal to #Sandeshkhali, where men feel entitled to violate women… https://t.co/tCQk1GLhDZ— Amit Malviya (मोदी का परिवार) (@amitmalviya) May 9, 2024
ওই সাংবাদিকের এই পোস্ট শেয়ার করে তৃণমূল কংগ্রেসকে (TMC) একহাত নেন অমিত। ‘গোটা রাজ্য সন্দেশখালি হয়ে গিয়েছে’ বলে শাসক দলকে তোপ দাগের তিনি। বিজেপি নেতা লেখেন, ‘এএনআইয়ের মহিলা সাংবাদিক, যিনি বহরমপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানের র্যালি কভার করছিলেন, তাঁকে শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মী হেনস্থা করেন। উনি বাধা দিলেও কেউ সেটার পরোয়া করেনি’।
আরও পড়ুনঃ সন্দেশখালিতে ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ! এবার বড় কাণ্ড ঘটালেন BJP-র সেই গঙ্গাধর
অমিত লিখেছেন, ‘গোটা রাজ্যকে সন্দেশখালি বানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে পুরুষরা মহিলাদের অধিকার লঙ্ঘন করাটাকে অধিকার বলে মনে করে। কারণ তাঁরা জানেন, মুখ্যমন্ত্রী ঠিক তাঁদের বাঁচাতে আসরে নেমে পড়বেন। শুধু একবার ভেবে দেখুন, পাঠানের মতো বহিরাগত যদি নির্বাচিত হয় (মমতা বন্দ্যোপাধ্যায় এই নামেই অভিহিত করেন), তাহলে তৃণমূলের কর্মীরা বহরমপুরে কী করবে’।
অন্যদিকে যে মহিলা সাংবাদিক শ্লীলতাহানির অভিযোগ এনেছেন, তিনি অমিতের পোস্ট শেয়ার করে লেখেন, ‘আমি চিৎকার করছিলাম, কিন্তু কেউ আমার চিৎকারে পাত্তাই দিচ্ছিলেন না। সেখানে নিরাপত্তার দায়িত্বে যথেষ্ট পুলিশকর্মী ছিলেন না। একজনও মহিলা পুলিশকর্মীকে দেখা যায়নি’।