বাংলাহান্ট ডেস্ক : এই বিশ্বে ঈশ্বর ছাড়া যদি আমাদের কেউ বাঁচাতে পারে তিনি হলেন একজন চিকিৎসক। দিল্লির এইমসে (Delhi AIIMS) হাসপাতালে চিকিৎসকেরা ফের একবার সেই কথাই প্রমাণ করলেন। গর্ভে থাকা ভ্রূণের (Fetus) জটিল অপারেশন করে তারা সৃষ্টি করলেন এক নতুন অধ্যায়। মাতৃগর্ভে বেড়ে উঠা একটি আঙ্গুরের আকারের ভ্রূণের হার্ট অপারেশন করে দিল্লির এইমসের চিকিৎসকেরা অসাধ্য সাধন করেছেন।
মাতৃগর্ভেই এই অপারেশনের ফলে ভ্রুণটি পেয়েছে নতুন জীবন। অতীতে তিনবার গর্ভপাত হয়েছিল ২৮ বয়সী এই অন্তঃসত্ত্বা মহিলার। চিকিৎসকের তার গর্ভে থাকা ভ্রূণের হার্টের অবস্থা সম্বন্ধে যখন বলেন তখন তিনি অজ্ঞান হয়ে যান। এই মহিলাটি চেয়েছিলেন মা হতে। তাই দিল্লির এইমসের চিকিৎসকেরা গর্ভের মধ্যে থাকা ভ্রূণের অপারেশনের সিদ্ধান্ত নেন।
ভ্রুণের হার্টের ভালভের সফলভাবে অপারেশন করেন এইমসের প্রসূতি ও গাইনোকোলজি বিভাগের ডাক্তার ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টদের চিকিৎসকদের একটি দল। অপারেশনের পর এক প্রবীণ চিকিৎসক বলেছেন, ভ্রূণের হৃদপিণ্ডে একটি সুই ঢোকানো হয়েছিল আল্ট্রাসাউন্ড পদ্ধতির অংশ হিসাবে। বেলুন ক্যাথেটার ব্যবহার করে খোলা হয় বাধা পাওয়া ভালভ। এই অপারেশনটি আমাদের কাছে চ্যালেঞ্জিং ছিল।
গোটা অপারেশন সম্পন্ন করা হয় দেড় মিনিটের মধ্যে। বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন মহিলা ও ভ্রূণ। প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদি (Narendra Modi) এই ঘটনার পর কুর্ণিশ জানিয়েছেন চিকিৎসকদের। টুইটারে তিনি লিখেছেন, চিকিৎসকদের পরিশ্রম এবং উদ্ভাবনী শক্তি দেশের জনগণকে গর্বিত করেছে। ভারতীয় চিকিৎসকরা এখন সারা বিশ্বকে চিকিৎসা বিজ্ঞানে নতুন আলো দেখাচ্ছেন।