রাজ্যে ডেঙ্গুতে আক্রান্ত ২৩০০,মৃত -৩

Published On:

বাংলা হান্ট ডেস্ক –অজানা জ্বরে মৃত্যু হয়েছে উত্তর ২৪পরগনার তিন বাসিন্দা এবং বনগাঁ শহর এলাকায় প্রায় বিভিন্ন হাসপাতালে ভর্তি প্রায় ২৩০০জন হাসপাতাল ভর্তি।

প্রশাসন পক্ষ থেকে সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। কি কারনে এক সাথে এতো মানুষের জর হলো তা খতিয়ে দেখা হয়ছে। কিন্তু রুগীর পরিবার প্রশাষনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের দাবী কোন রকম পরিস্কার না হওয়ার জন্য এতো মানুষ আক্রান্ত হয়েছে। অজ্বনা জর না কি ডেঙ্গুতে আক্রান্ত বলতে চাইছে না ডাক্তারা।

ইতিমধ্যে বনগাঁ হাসপাতাল বারাসাত হাসপাতাল বেডের তীব্র সমস্যা দেখা দিয়েছে ফলে কিছু কিছু রোগীকে বেসরকারি নার্সিং অথবা কলকাতা সরকারি হাসপাতালে ভর্তি করা হচ্ছে এখন দেখার বিষয় কবে এই মহামারী থেকে রেহাই পায়।

X