বাংলা হান্ট ডেস্ক : কথায় আছে একটা ঘরে ঘটি বাটি একসাথে থাকলে ঠুকোঠুকি হয়েই থাকে। একইরকমভাবে পাড়া প্রতিবেশীর সাথেও ছোটখাটো ঝুট ঝামেলার খবর খুব একটা নতুন নয়। তবে সম্প্রতি ইন্দোর (Indore) থেকে যে খবর সামনে এসেছে তাতে হয়রান গোটা দেশ। মানুষ বুঝতে পারছেনা এই ঘটনায় হাসবে নাকি কাঁদবে।
ঘটনাটি এতই অদ্ভুত যে আপনিও শুনে ও পড়ে হাসবেন। এই ঘটনা প্রমাণ করে যে, যারা বিতর্ক করতে পারে তারা যে কোনও বিষয়ে বিতর্ক করতে পারে। জেনে অবাক হবেন যে, গত রবিবার ইন্দোরের এমআইজি থানা এলাকায় দুই প্রতিবেশীর তর্ক বিতর্ক শুরু হয় কেবল ঢেকুর তোলার কারণে। এই ঢেকুর থেকে শুরু হয় তর্কাতর্কি এবং তা পৌঁছে যায় মারামারিতে।
ঘটনার জের এতদূর অবধি পৌঁছেছে যে দুই পক্ষই পৌঁছে গেছে পুলিশের কাছে। পুলিশের দুই পক্ষেরই অভিযোগ শুনেছে এবং মামলাও করেছে। এই বিষয়ে স্টেশন ইনচার্জ মনীশ লোধি বলেন, ‘রবিবার রাহুলের বাবা সঞ্জয় নগরের বাসিন্দা দিনেশ সিরসিওয়ালের অভিযোগে আকাশ টাটা ওয়াল ও রাজার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’
আরও পড়ুন : ‘শেষ পর্যন্ত মন্দিরেও…’, রাঘব-পরিণীতির কাণ্ড দেখে চটে লাল নেট জনতা
ঘটনা প্রসঙ্গে অভিযোগকারী রাহুল পুলিশকে জানিয়েছেন, তার মা অঞ্জুর অ্যাসিডিটি হয়েছিল যার কারণে সে জোরে জোরে ঢেকুর তুলছিল। বাড়ির পিছনের ঘরে বসবাসকারী আরেক মহিলা বলতে শুরু করেন এত আওয়াজ করছেন কেন? অঞ্জুর স্বামী দিনেশ জানান, তার স্ত্রীর শরীর খারাপ। আর এরপরেই শুরু হয়ে যায় বাকবিতণ্ডা।
আরও পড়ুন : ‘যারা র্যাগিং করে …” এবার যাদবপুর নিয়ে বিস্ফোরক সোহম! তৃণমূল বিধায়কের মন্তব্যে শোরগোল
গত ২৮ অগাস্ট এই বাকবিতণ্ডা এমন পর্যায়ে পৌঁছে যায় যে দুই পক্ষের লোকজনই ছুরি চাকু বার করে ফেলে। ঘটনা প্রসঙ্গে আকাশ নামক এক ব্যক্তি অর্থাৎ দ্বিতীয় পক্ষের লোকজন জানায়, রাহুলের মায়ের স্বাস্থ্যের অবনতি ঘটলে তিনি জোরে জোরে ঢেকুর তুলছিলেন। তারা আপত্তি জানানোয় নাকি ছুরি দিয়ে হামলা করা হয়েছে।