বিশ্বকাপের আগে স্বস্তিতে ব্রাজিল, আর্জেন্টিনার মতো দেশগুলি, দলে ফুটবলারের সংখ্যা বাড়ালো ফিফা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: মাঝে আর মাত্র চারটি মাস তারপর এই কাতারে শুরু হবে “দ্য গ্রেটেস্ট শো অন আর্থ”, ফুটবল বিশ্বকাপ। গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের চোখ থাকবে কাতারের দিকে। প্রথমবার উত্তর গোলার্ধ শীতকালে বিশ্বকাপের মজা উপভোগ করবে। ইতিমধ্যেই ৩২ টি দেশ তাদের জায়গা পাকা করে ফেলেছে। রোনাল্ডো, বেনজেমা, মেসিদের শেষবার বিশ্বকাপের মতো মঞ্চে নিজেদের জাদু দেখানোর অপেক্ষায় আপাতত গোটা বিশ্ব।

কাতার বিশ্বকাপ শুরুর আগে ফিফা বিশ্বকাপের জন্য কয়েকটি নতুন নিয়ম ঘোষণা করেছিল। দেশ গুলিকে জানিয়ে দেওয়া হয়েছে তারা ২৩ জন ফুটবলারের পরিবর্তে এখন ২৬ ফুটবলারের স্কোয়াড নিয়ে বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে। গত বছর ইউরোতেও এই নিয়ম চালু হয়েছিল। যদিও সেখানে ম্যাচের দিন ২৩ জনের বেশি ফুটবলারকে সাবস্টিটিউট বেঞ্চে বসার অনুমতি দেওয়া হতো না। বাকি তিনজন প্লেয়ারকে হয় হোটেলে নয় স্টেডিয়ামে থেকে ম্যাচ দেখতে হতো। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এখন ১১ জন বাদে বাকি ১৫ জন প্লেয়ারের সকলেই সাবস্টিটিউট বেঞ্চে বসার সুযোগ পাবেন।

FIFA World Cup 2022

তার সঙ্গে সঙ্গে করোনা পরিস্থিতিতে চালু হওয়া পাঁচ সাবস্টিটিউসনের নিয়মও এই বিশ্বকাপে বজায় থাকছে। করোনা এখনো পুরোপুরি নির্মূল হয়নি। এমন পরিস্থিতিতে এই দুটি নিয়ম কোচেদের স্বস্তি দেবে। সেই সঙ্গে সঙ্গে আরো অনেক বেশি তরুণ খেলোয়াড় নিজের দেশের জার্সিতে বিশ্বকাপের মঞ্চে নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পাবেন।

এই ঘোষণার পর ফিফা একটি বিবৃতিতে জানিয়েছে, “আন্তর্জাতিক ফুটবল ক্যালেন্ডারে ফিফা বিশ্বকাপ ২০২২ এর অনন্য সময়ের কারণে অতিরিক্ত নমনীয়তা পূর্ণ কিছু নিয়ম প্রয়োজনীয়তার পরিপ্রেক্ষিতে আনা হচ্ছে। বিশ্বকাপের সাথে সাথে বিশ্বকাপের আগে এবং পরে চলতে থাকা বাকি প্রতিযোগিতাগুলোতে বিভিন্ন ক্লাবগুলিকে যাতে কোভিড নাইনটিন মহামারীর কারণে হেনস্থা না হতে হয় তাই স্কোয়াড সংক্রান্ত এই সিদ্ধান্ত আমরা নিয়েছি।”


Reetabrata Deb

সম্পর্কিত খবর