কলকাতার ফুটবল জনপ্রিয়তা দেখে মুগ্ধ ফিফা! তাই অনুর্দ্ধ ১৭ ফুটবল বিশ্বকাপ হতে পারে কলকাতায়।

আগামী বছর অনুষ্ঠিত হতে চলেছে অনূর্ধ্ব 17 মহিলা ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের আয়োজক এর জন্য প্রথমে কলকাতা শহরের নাম বলা হয়েছিল কিন্তু সঠিক সময়ে যুবভারতী কর্তৃপক্ষ কাগজপত্র জমা না করায় এক সময় কলকাতায় বিশ্বকাপের ম্যাচ আয়োজন হওয়ার সমস্যা তৈরি হয়েছিল। কিন্তু অবশেষে সমস্ত সমস্যার সমাধান ঘটিয়ে ফিফা কর্তৃপক্ষ জানিয়েছে কলকাতার মাটিতে অনূর্ধ্ব 17 মহিলা ফুটবল বিশ্বকাপ হবে। অলিভার ভোগট যিনি ফিফার প্রতিযোগিতা এবং ইভেন্ট বিভাগের কর্তা তিনি এইদিন জানিয়ে দিলেন যে কলকাতায় ফুটবল জনপ্রিয়তা দেখে আমি মুগ্ধ, কলকাতা ফুটবল জনপ্রিয়তা দেখে মনে হচ্ছে কোন ইউরোপ কান্ট্রি তে বসে সেই দেশের হোম ম্যাচ দেখছি। তাই পূর্ব সূচি অনুযায়ী বিশ্বকাপ আয়োজক হিসাবে কলকাতা শহরের নাম থাকবে।

173492572d75ff62117351d4b57a23e7c116519fc

বুধবার অর্থাৎ আজ যুবভারতি ক্রীড়াঙ্গনটি পুরোপুরি ভাবে পরিদর্শন করবেন ফিফার প্রতিযোগিতা এবং ইভেন্ট বিভাগের কর্তা অলিভার ভোগট, তিনি দেখবেন বিশ্বকাপের ম্যাচ আয়োজক হিসাবে কতটা প্রস্তুত এই স্টেডিয়াম। তার আগের দিন অর্থাৎ মঙ্গলবার সাংবাদিকদের সাথে বৈঠক করে অলিভার ভোগট জানিয়ে দিলেন যে কলকাতায় ফুটবলের জনপ্রিয়তা সম্বন্ধে আমার ধারনা আছে। এর আগে অনূর্ধ্ব 17 পুরুষ বিশ্বকাপের আয়োজক হিসেবে ছিল এই কলকাতা। প্রাকৃতিক দুর্যোগের কারণে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ গোয়াহাটি থেকে সরিয়ে কলকাতায় আনা হয়েছিল আর অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে সেই ম্যাচের আয়োজন করেছিল যুবভারতি কর্তৃপক্ষ। সেই সাথে অনেক সংখ্যক মানুষ সেই ম্যাচ দেখতে এসেছিল, তাই কলকাতার ফুটবল জনপ্রিয়তা এখান থেকেই প্রমাণিত হয়।

cuwabhnvd8e6v6cjxdfb

সেই সাথে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ভাইস-প্রেসিডেন্ট সুব্রত দত্ত। উনার উপস্থিতিতেই অলিভার ভোগট বলেন যে যদি কলকাতা এই বিশ্বকাপ আয়োজনের সুযোগ পায় তাহলে আমার বিশ্বাস গতবারের থেকে আরো অনেক ভালো হবে তারা আয়োজন করবে। তবে কলকাতার ভাগ্যে এখনই কোন কোন ম্যাচ থাকছে সে ব্যাপারে কোন স্পষ্ট ধারণা তিনি দেন নি। তিনি বলেছেন এরপর আমি ভারতবর্ষের বাকি স্টেডিয়াম গুলি ঘুরে দেখব এবং তারপর ফিফার বাকি সদস্যদের সাথে আলোচনা করে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Udayan Biswas

সম্পর্কিত খবর