বাংলা হান্ট ডেস্কঃ প্রকাশিত হল ফিফার ক্রমতালিকা। এই ক্রম তালিকা দেখার পর কাতারের বিরুদ্ধে বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচ খেলতে নামার আগে কিছুটা হলেও স্বস্তিতে থাকবে ভারতীয় ফুটবল দল। কারণ ফিফার ক্রম তালিকায় নিজেদের 105 তম স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে ভারতীয় ফুটবল দল।
অপরদিকে এশিয়ার গুলির মধ্যেও প্রথম পনেরোই ভারত ঢুকতে পারল না। এশিয়ার দল গুলির মধ্যে ভারতের র্যাংকিং 19 তম। এশিয়া দল গুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে জাপান, ফিফায় তাদের র্যাংকিং 28। এছাড়া দ্বিতীয় স্থানে রয়েছে ইরান এবং তৃতীয় স্থানে রয়েছে সৌদি আরব।
👀 ICYMI: The latest #FIFARanking has been published
🇧🇪 @BelRedDevils stay 🔝
🇧🇭 Bahrain the sole climbers 🧗♂️🗓 Next ranking: 12 Aug
Read more: https://t.co/M5r7MBg7kk pic.twitter.com/68nct8KgJH
— FIFA (@FIFAcom) May 28, 2021
ফের একবার ফিফা র্যাংকিংয়ে নিজেদের শীর্ষস্থান ধরে রাখলো বেলজিয়াম। দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স। তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ব্রাজিল এবং ইংল্যান্ড। পাঁচ নম্বরে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল, ছ-নম্বর স্পেন, সাতে ইতালি এবং 8 নম্বরে রয়েছে লিও মেসির আর্জেন্টিনা। তবে সবাইকে অবাক করে ফিফা র্যাংকিংয়ে প্রথম দশে স্থান পায়নি বিশ্বচ্যাম্পিয়ান জার্মানি, তাদের স্থান 12 তম।