বাংলা হান্ট ডেস্ক: বিজেপির লালবাজার অভিযানকে ঘিরে ধুন্ধুমার বাঁধল মহানগরী কলকাতায়। পুলিশকে লক্ষ্য করে ধরা হয়েছে ইট অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে পাল্টা কাঁদানে গ্যাস ও জলকামান ছোড়ে পুলিশ লাঠিচার্জও।
বিজেপি সন্দেশখালির ঘটনার প্রতিবাদে বুধবার মিছিল বের করে রাজা সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে। অশান্তি এড়াতে নিরাপত্তা ব্যবস্থার কোনো ত্রুটি রাখেনি পুলিশ। লালবাজারের সামনে বন্ধ করে দেওয়া হয় দোকানপাট, মিছিলকে বিবি গাঙ্গুলি স্ট্রিটে বাধা দেওয়া হলে ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিজেপির বিজয় মিছিল।
২ মহিলা বিজেপি কর্মী পুলিশ কে উপেক্ষা করে পৌঁছে যায় লালবাজারের সামনে, আটক করা হয় তাদের। অন্যদিকে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলা হয় ফিয়ার্স লেনে। বিজেপি কর্মী-সমর্থকরা ইট ছুড়তে থাকেন পুলিশকে লক্ষ করে। পরিস্থিতি সামাল দিতে জলকামান চালায় পুলিশ, ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। বিজেপি কর্মীদের পুলিশের সঙ্গে বচসা বাঁধে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে।
এই অগ্নিগর্ভ পরিস্থিতি জেরে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন বিজেপি কর্মী। কর্মসুচি স্থগিত রেখে বিজেপি জানায় কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো হবে গোটা ঘটনা।