থানা ঘেরাও অভিযানে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি

নিজস্ব সংবাদদাতা,নদিয়াঃ থানা ঘেরাও অভিযানে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি।
দফায় দফায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে কল্যাণীতে । বিজেপির থানা ঘেরাও কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। চলে রাত ভোর হামলা। সুত্রের খবর বেশ কয়েকটি তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর।এই ঘটনা বিজেপির নেতৃত্ব অস্বিকার করেছে।যদিও বিষয়টি নিয়ে তৃনমুল নেতৃত্ব বিজেপির বিরুদ্ধে সরব।

যদিও বিজেপির দাবী তৃনমুল আশ্রিত এক যুব নেতা তাদের কর্মীর উপর অত্যাচার চালিয়েছে এবং তাদের পার্টি অফিস ভাংচুর করে শাসকদল।

ee601 img 20190620 wa0015

এবিষয়ে থানায় জানিয়েও পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করছে না কেনো এই দাবিতে সোচ্চার বিজেপি। অন্যদিকে কল্যানী শহরে এইধরনের ঘটনায় আতংকগ্রস্ত এলাকার সাধারন মানুষ।

সম্পর্কিত খবর