এলাকা দখল নিয়ে খুনোখুনি, অভিযুক্ত বৃহন্নলাকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও অন্যান্য বৃহন্নলাদের

বাংলাহান্ট ডেস্ক : এক বৃহন্নলাকে গ্রেপ্তারের দাবিতে রণক্ষেত্র তপসিয়া। থানা ঘেরাও করে চলল অন্যান্য বৃহন্নলাদের বিক্ষোভও। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিন বন্দনা নামের এক বৃহন্নলাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখান অন্যান্য বৃহন্নলারা। তপসিয়া থানার সামনে বসে পড়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তাঁরা। রাস্তার উপরেও চলে অবরোধ এবং বিক্ষোভ ফলে বেশ কিছুক্ষণ তীব্র যানজট সৃষ্টি হয় এলাকায়।

জানা যাচ্ছে মঙ্গলবার রাতে বেনিয়াপুকুর থানার বিসুল হাট এলাকায় মুসকান এবং সোনিয়া নামের দুই বৃহন্নলাকে এলোপাতাড়ি কুপিয়ে খুনের চেষ্টা করে ৪ যুবক। কিন্তু ভাগ্য জোরে প্রাণে বেঁচে যান তাঁরা। ওঁদের খুন করার জন্য বন্দনাই ওই ৪ যুবককে সুপারি দিয়েছিলেন বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় মুসকান এবং সোনিয়াকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পার্ক সার্কাসের চিত্তরঞ্জন সেবাসদন হাসপাতালে। সেখানে চিকিৎসা চললেও অবস্থার অবনতি ঘটতে থাকে তাঁদের। ফলে অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করতে হয় ওই দুই বৃহন্নলাকে।

   

এরপরই আজ প্রতিবাদে রাস্তায় নামেন বাকি বৃহন্নলারা। দুদিন পেরিয়ে গেলেও কেন গ্রেপ্তার করা হয়নি বন্দনাকে এই দাবিতে সরব হতে দেখা যায় তাঁদের। প্রথমে তাঁরা বিক্ষোভ করতে করতে বেনিয়াপুকুর থানার দিকে এগোতে চাইলে পুলিশ আটকে দেয় জমায়েত। ফলে বাধ্য হয়ে তপসিয়া থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান তাঁরা।

সূত্রের খবর, অভিযুক্ত বন্দনার আসল নাম ফারুক রাজা। ঘটনার তদন্ত করছে পুলিশ। বন্দনার নামে কোনো পুরোনো ক্রিমিনাল কেস রেকর্ড আছে কি না খতিয়ে দেখা হচ্ছে তা ও। যদিও প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান এলাকার দখলদারি নিয়েই ঝামেলা বাঁধে দুপক্ষের। সেখান থেকেই ব্যাপারটি খুনোখুনি অবধি গড়ায়। অভিযোগ বন্দনার বিরুদ্ধে৷ ভারতীয় দণ্ডবিধির ৩৪১,৩২৬,৫০৬,১১৪ নম্বর ধারায় মামলা রজু করা হয়েছে।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর