iPhone 17 কেনার তাড়াহুড়োয় এ কেমন আচরণ? ক্রেতাদের মধ্যে শুরু মারপিট, তারপরে যা হল…

Published on:

Published on:

Fight started among the buyers for iPhone 17.

বাংলাহান্ট ডেস্ক: আইফোন ১৭ (iphone 17) কিনতে গিয়ে একি কান্ড। এমন দৃশ্য আগে ভাবাই যায়নি— আইফোনের নতুন সিরিজ আসতেই ভারতের বাজারে যেন এক উন্মাদনা শুরু হয়ে গেল। শুক্রবার বাজারে এল অ্যাপেলের আইফোন ১৭ সিরিজ, আর সেই ফোন কেনার ধুম পড়ে যায় দেশজুড়ে। ভোর থেকেই বিভিন্ন শহরে শোরুমের সামনে লম্বা লাইন। কোথাও ধৈর্য ধরে অপেক্ষা, আবার কোথাও দেখা গেল হাতাহাতি আর বিশৃঙ্খলা। মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে অ্যাপেল স্টোরের বাইরে এমনই ধুন্ধুমার কাণ্ড ঘটল।

দেশে আইফোন ১৭ কেনার হিড়িক (iphone 17)

সকাল থেকে ভক্তরা সার বেঁধে দাঁড়িয়ে ছিলেন। দোকান খোলার অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা কেটেছে। কিন্তু স্টোরের দরজা খোলার সঙ্গে সঙ্গেই কে আগে ভেতরে ঢুকবে, কে আগে নতুন আইফোন ১৭ (iphone 17) হাতে নেবে— তা নিয়ে বেঁধে গেল হাতাহাতি। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, লাল শার্ট পরা এক ক্রেতাকে টেনে বের করে আনছেন নিরাপত্তারক্ষীরা। তিনি এলোপাথাড়ি হাত চালাচ্ছেন, আর ভিড়ের মধ্যে হইচই বেঁধে যাচ্ছে। নিরাপত্তারক্ষীদের লাঠিচার্জও করতে হয় পরিস্থিতি সামলাতে। একে একে কয়েকজনকে ভিড় থেকে আলাদা করে বাইরে নিয়ে আসা হয়, যাঁরা বিশৃঙ্খলা সৃষ্টি করছিলেন। অন্যদিকে লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ ক্রেতারা হতভম্ব হয়ে তাকিয়ে থাকেন। অনেকের অভিযোগ, স্টোরের নিরাপত্তারক্ষীরাই পরিস্থিতি সামলাতে ব্যর্থ হন, আর সেই কারণেই অশান্তি চরমে ওঠে।

আরও পড়ুন: কে হবেন রাশিয়ার পরবর্তী রাষ্ট্রপতি? উত্তরাধিকারীর প্রসঙ্গে বড় প্রতিক্রিয়া পুতিনের

আজ থেকে ভারতে আনুষ্ঠানিকভাবে আইফোন ১৭ (iphone 17) সিরিজের বিক্রি শুরু হয়েছে। বাজারে এসেছে আইফোন ১৭, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স। অ্যাপেলের নতুন ফ্ল্যাগশিপ ফোনের প্রতি উন্মাদনা স্পষ্ট হয়ে উঠেছে দিল্লি, মুম্বই এবং বেঙ্গালুরুর মতো শহরে। সর্বত্রই দোকানের বাইরে লম্বা লাইন পড়ে যায়। শুধু স্থানীয় নন, দূরদূরান্ত থেকেও মানুষ ছুটে আসেন ফোন কিনতে।

আহমেদাবাদের বাসিন্দা মোহন যাদব যেমন একদিন আগে মুম্বই এসে পৌঁছেছেন শুধুমাত্র আইফোন ১৭ (iphone 17) কেনার জন্য। ভোর পাঁচটা থেকে তিনি স্টোরের বাইরে অপেক্ষা করছেন। তাঁর কথায়, এত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকেও তিনি অনেক পিছনে চলে গিয়েছিলেন, অথচ আশা ছিল আগে থেকেই ফোন হাতে পাবেন। একই চিত্র দেখা গিয়েছে দিল্লিতেও। রাতভর অনেকে দোকানের বাইরে লাইন দিয়েছেন। বেঙ্গালুরুতেও পরিস্থিতি একই, যেখানে হাজার হাজার মানুষ একসঙ্গে নতুন সিরিজের আইফোন কিনতে ভিড় জমান।

Fight started among the buyers for iPhone 17.

আরও পড়ুন: মহাকাশ গবেষণায় একাধিক বিশ্বরেকর্ড ভারতের! কবে চাঁদে পাঠানো হবে মহাকাশচারী? জানাল ISRO

অ্যাপেলের পণ্য ভারতে সবসময়ই জনপ্রিয়, তবে নতুন আইফোন (iphone 17) এলে যে উন্মাদনা তৈরি হয়, তা এবার আরও বাড়তি মাত্রা পেয়েছে। ডিজাইন, ক্যামেরা, ব্যাটারি ও পারফরম্যান্সে নয়া প্রযুক্তি যুক্ত হওয়ায় অনেকেই নতুন ফোন হাতে পেতে মরিয়া। তবে প্রথম দিনের বিশৃঙ্খলা ইঙ্গিত দিচ্ছে, ভারতীয় বাজারে অ্যাপেলের নতুন সিরিজের ক্রেজ সামলানো সহজ হবে না।