ফের দুর্ঘটনা! মাঝ আকাশে ভেঙে পড়ল যুদ্ধবিমান মিগ-২১, নিহত উইং কমান্ডার হর্ষিত সিনহা

Last Updated:

বাংলাহান্ট ডেস্কঃ ফের মাঝ আকাশে ভেঙে পড়ল মিগ-২১ (MiG-21)। রাজস্থানের আকাশে কিছুক্ষণ ওড়ার পর, আচমকাই আকশপথেই ভেঙে গেল ‘ফ্লাইং কফিন’ মিগ-২১। এই ঘটনায় প্রাণ হারান উইং কমান্ডার হর্ষিত সিনহা। সমবেদনা জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটও।

স্থানীয় সূত্রের খবর, রোজকার মত ভারতীয় বায়ুসেনার এই যুদ্ধবিমান আকাশপথে নজরদারী করছিল। আর সেইসময় আচমকাই সেটি মাঝ আকাশে ভেঙে পড়ে। বিকট আওয়াজ শুনে স্থানীয়ারা ছুটে যান সেদিকে। সেখানে গিয়ে দীর্ঘ সময় ধরে পাইলটের খোঁজ করলেও, তাঁকে খুঁজে পাওয়া যায় না।

পরবর্তীতে জানা যায়, শুক্রবার নিয়মমাফিক ট্রেনিং চলাকালীন রাজস্থানের জয়সলমীরের ভারত-পাক সীমান্তের কাছে সুদাসিরি গ্রামের আকাশে উড়িয়া নিয়ে যাওয়া মিগ-২১-র দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন উইং কমান্ডার হর্ষিত সিনহা। এবিষয়ে জয়সলমীরের এসপি অজয় ​​সিং জানান, স্যাম থানার অন্তর্গত এলাকায় এই বিমান দুর্ঘটনা ঘটেছে।

এবিষয়ে IAF-র পক্ষ থেকে গতকাল ট্যুইটারে জানানো হয়, ‘প্রশিক্ষণের সময় পশ্চিম সেক্টরে একটি MiG-21 বিমান আজ সন্ধ্যে প্রায় সাড়ে ৮ টার দিকে একটি দুর্ঘটনার সম্মুখীন হয়। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, এই দুর্ঘটনায় উইং কমান্ডার হর্ষিত সিনহা প্রাণ হারিয়েছেন’।

এই ঘটনা প্রসঙ্গে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটও সমবেদনা জানিয়ে ট্যুইট করেন। তিনি লেখেন, ‘মিগ -21 বিমান প্রশিক্ষণের সময় দুর্ঘটনার সম্মুখীন হয়ে উইং কমান্ডার হর্ষিত সিনহা প্রয়াত হয়েছেন। এই ঘটনা জানতে পেরে আমি খুবই দুঃখিত এবং মর্মাহত। ওনার পরিবারের সকলের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। তাঁদের দুখ ভাগ করে নিয়ে প্রার্থনা জানাই, তাঁরা যেন এই দুঃখ সহ্য করার মত শক্তি পান’।

X