বাংলাহান্ট ডেস্ক : বছরের শেষ লগ্নে একের পর এক দুঃসংবাদে জর্জরিত বিনোদন জগৎ। প্রয়াত হলেন খ্যাতনামা পরিচালক তথা চিত্রনাট্যকার শ্যাম বেনেগাল (Shyam Benegal)। ২৩ শে ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। পরিচালকের মৃত্যুর সঙ্গে সঙ্গে ইন্দ্র পতন হল চলচ্চিত্র দুনিয়ায়।
অসুস্থ ছিলেন শ্যাম বেনেগাল (Shyam Benegal)
সূত্রের খবর অনুযায়ী, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন শ্যাম বেনেগাল (Shyam Benegal)। বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। চলছিল চিকিৎসাও। মুম্বইয়ের এক নামী হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আইসিইউতে ভর্তি করা হয়েছিল তাঁকে। কিন্তু শেষরক্ষা করা গেল না। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় চলচ্চিত্র জগতে।
কিছুদিন আগেই ছিল জন্মদিন: পরিচালকের মেয়ে পিয়া বেনেগাল জানান, কিডনির অসুখে ভুগছিলেন তিনি। বিগত কয়েক বছরে পরিস্থিতি আরো খারাপ হয়। সেটাই তাঁর মৃত্যুর কারণ বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত ১৪ ই ডিসেম্বরই ৯০ এ পা দিয়েছেন শ্যাম বেনেগাল (Shyam Benegal)। সেই উপলক্ষে বলিউডের অনেকেই উপস্থিত হয়েছিলেন সেলিব্রেশনে। নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি, রজিত কাপুর, দিব্যা দত্তের মতো ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন সেদিন। ওই অনুষ্ঠানের কয়েক দিন পরেই হাসপাতালে ভর্তি হন পরিচালক।
আরো পড়ুন : পরীক্ষায় অসফল হলেই….পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে পাশ-ফেল ফেরাচ্ছে সরকার, জারি হল বিজ্ঞপ্তি
উল্লেখযোগ্য ছিল পরিচালনা কেরিয়ার: হায়দ্রাবাদে জন্ম শ্যাম বেনেগালের (Shyam Benegal)। ১৯৬২ সালে গুজরাটি ডকুমেন্টারি ফিল্ম ‘ঘের বেঠা গঙ্গা’ দিয়ে পরিচালক হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। তাঁর সময়কালকে মধ্য চলচ্চিত্র যুগ বলা হয়। তাঁর প্রথম চারটি ফিচার ফিল্ম অঙ্কুর, নিশান্ত, মন্থন এবং ভূমিকা তাঁকে চলচ্চিত্র জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা দিয়েছিল। ‘মান্ডি’ ছবিতে রাজনীতি এবং যৌন ব্যবসাকে তীব্র কটাক্ষ করেছিলেন তিনি।
আরো পড়ুন : ছিঃ! সব সীমা পার করল বাংলাদেশ, স্বাধীনতা নিয়ে আসা মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা, করা হল হেনস্থা
ভারতীয় চলচ্চিত্রের প্রথম সারির স্বনামধন্য পরিচালকদের মধ্যে থাকবেন শ্যাম বেনেগাল (Shyam Benegal)। ৯০ তম জন্মদিনের দিনও তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, দু তিনটি প্রোজেক্টে কাজ করছিলেন তিনি। প্রতিটিই পরস্পরের থেকে আলাদা। তাই কোন ছবিটা তিনি বানাবেন তা নিয়ে নিশ্চিত ছিলেন না। কিন্তু কাজ সম্পূর্ণ করে ওঠার আগেই পরলোকে পাড়ি দিলেন শ্যাম বেনেগাল।