ঠগ জোচ্চোরের প্রেম নিয়েও সিনেমা! জ‍্যাকলিন-সুকেশের কাহিনি নিয়ে কাড়াকাড়ি ছবি নির্মাতাদের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: লোভে পড়েও লাভবান হলেন জ‍্যাকলিন ফার্নান্ডেজ (jacqueline fernandez)। প্রতারক ব‍্যবসায়ী সুকেশ চন্দ্রশেখরের (sukesh chandrasekhar) সম্পর্কের জেরে বড় ফাঁসা ফেঁসেছেন অভিনেত্রী। কেরিয়ার তো ডুবতে বসেছেই, উপরন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জেরার মুখেও পড়েছেন তিনি।

২০০ কোটি টাকা আর্থিক প্রতারণার সঙ্গে নাম জড়িয়েছে জ‍্যাকলিন ও নোরা ফতেহির। অভিযোগ উঠছে, এই প্রতারণা চক্রের মূল হোতা সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল দুই অভিনেত্রীর। তাঁদের আর্থিক সাহায‍্যের পাশাপাশি কোটি কোটি টাকার উপহারও দিয়েছেন সুকেশ। আপাতত ব‍্যবসায়ী জেলের ঘানি টানছেন আর জিজ্ঞাসাবাদ চলছে জ‍্যাকলিনের।


এরই মাঝে খবর মিলল, জ‍্যাকলিন ও সুকেশের এই প্রেম কাহিনি নিয়ে ছবি তৈরির জন‍্য নাকি কাড়াকাড়ি শুরু হয়েছে পরিচালক প্রযোজকদের। সিরিজ বানানোর জন‍্য নাকি প্রতারক ও অভিনেত্রীর প্রেম কাহিনি একেবারে আদর্শ। ইতিমধ‍্যেই নাকি কয়েকটি OTT প্ল‍্যাটফর্ম সিরিজ তৈরির ইচ্ছাও প্রকাশ করেছে।

আপাতত পরিকল্পনা চলছে এই কাহিনির উপরে ভিত্তি করে ছবি বানানো হবে নাকি ওয়েব সিরিজ। জ‍্যাকলিন ও সুকেশের চরিত্রের জন‍্য নাকি অভিনেতা অভিনেত্রীর খোঁজও শুরু হয়ে গিয়েছে। কোন তারকারা সুযোগ পাবেন তা নিয়েই চলছে জল্পনা।

সূত্রের খবর, নিজের এক সহকারীকে কোটি টাকার ঘুষ দিয়ে জ‍্যাকলিনকে তিহার জেলে ডেকে পাঠিয়েছিলেন সুকেশ। আপাতত সেই সহকারী পিঙ্কি ইরানি ইডির হেফাজতে রয়েছেন। জ‍্যাকলিনকে ডেকে আনার জন‍্য নাকি নিজেকে অমিত শাহ বলে পরিচয় দিয়েছিলেন সুকেশ, যাতে অভিনেত্রী দেখা করতে আসেন।


সূত্রের খবর, ইডির জেরায় জ‍্যাকলিন জানিয়েছেন সুকেশ তাঁকে ১ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার লোন দিয়েছিলেন অভিনেত্রীর বোনের জন‍্য যে আমেরিকায় থাকে। পাশাপাশি অস্ট্রেলিয়ায় জ‍্যাকলিনের ভাইয়ের ব‍্যাঙ্ক অ্যাকাউন্টেও ১৫ লক্ষ টাকা পাঠিয়েছিলেন সুকেশ।

এখানেই শেষ নয়। প্রতারক ব‍্যবসায়ীর থেকে আরো বহুমূল‍্য উপহার হাতিয়েছেন জ‍্যাকলিন। তার মধ‍্যে রয়েছে একটি ঘোড়া, তিনটি নামী সংস্থার ডিজাইনার ব‍্যাগ, একটি ডিজাইনার জিমের পোশাক, নামী সংস্থার একজোড়া জুতো, হীরের কানের দুল এবং বিভিন্ন রঙের পাথরের বানানো একটি ব্রেসলেট। প্রতারক ব‍্যবসায়ীর থেকে একটি বিলাবহুল গাড়িও নিয়েছিলেন জ‍্যাকলিন। যদিও পরে তা ফিরিয়ে দিয়েছিলেন তিনি। এই সব কিছুর টাকা প্রতারণার মাধ‍্যমেই জোগাড় করা হয়েছিল বলে খবর।

সুকেশ নাকি জ‍্যাকলিনকে কথা দিয়েছিলেন যে তাঁর জন‍্য একটি সুপারহিরো সিরিজ প্রযোজনা করবেন। জ‍্যাকলিনের সঙ্গে তিনি হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির মিল খুঁজে পেয়েছিলেন। ৫০০ কোটি দিয়ে সিরিজটি তৈরি হত বলে খবর।

সম্পর্কিত খবর

X