চন্দ্রযান-৩ সফল হতেই তড়িঘড়ি সিদ্ধান্ত! এবার ISRO-র ‘মুন মিশন” নিয়েও ছবি করবে বলিউড

বাংলা হান্ট ডেস্ক : গত ২৩ অগাস্ট সন্ধ্যা ৬ টা বেজে ৪ মিনিটে সমস্ত ভারতবাসীকে (India) গর্বিত করে চাঁদের মাটিতে পা রেখেছে ল্যান্ডার বিক্রম (Lander Vikram)। সৌজন্যে ইসরোর (ISRO) প্রথীতযশা বিজ্ঞানীরা। দেশ তো বটেই পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের কাছেও এখন চর্চার বিষয় হল ভারত। কারণ ভারত হল পৃথিবীর প্রথম সেই দেশ যে সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে।

আর তারপর থেকেই গোটা সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে মজার মজার মিমে। তারমধ্যে একটি চর্চিত বিষয় হল, ‘বলিউড এটাকেও ছাড়বেনা।’ ইতিমধ্যেই নাকি সিনেমা নিয়ে কানাঘুষা শুরু হয়ে গেছে। এমনকি কোন তারকাকে ছবিতে দেখা যাবে তা নিয়েও শুরু হয়েছে ফিসফাস। আর তারমধ্যে শোনা গেল, সত্যি সত্যিই পর্দায় তুলে আনতে চাইছেন চিত্র পরিচালকরা।

জানিয়ে রাখি, আমেরিকা-রাশিয়া-চিনের পর ভারত চতুর্থ দেশ যে চাঁদের মাটিতে পৌঁছল। আর সেই বিষয়টা সেলুলয়েডের পর্দায় না তুলে ধরলে হয়! আর এই সাফল্যের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই একাধিক চিত্রপরিচালক ও প্রযোজনা সংস্থা নাকি নতুন ছবি তৈরিতে আগ্রহ দেখিয়েছে। এমনকি বহু ডিরেক্টর নাকি নাম রেজিস্টার করতে গিয়েছেন এই বিষয় নিয়ে ছবি করার জন্য।

আরও পড়ুন : মেসো বা কাকা নয়, চাঁদকে কেন ‘মামা” বলেই ডাকি আমরা? ফাঁস হল আসল কারণ

সূত্রের খবর, চন্দ্রযান ৩ -এর সাফল্যের কাহিনি পর্দায় তুলে ধরার জন্য একাধিক প্রযোজকরা ভিড় জমিয়েছেন প্রোডিউসারস গিল্ড অব ইন্ডিয়া, ইমপ্পা, আইএফটিপিসির অফিসে। ইতিমধ্যেই একাধিক ছবির নাম অবধি রেজিস্টার করার আবেদন জমা পড়েছে। আর তারপর থেকেই ট্রোলের বন্যা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন : বলিউডে আবারও নক্ষত্রপতন, স্বামীর মৃত্যুর দেড় বছরের মধ্যে প্রয়াত হলেন রাজেশ খান্নার নায়িকা!

ইমপ্পার একজন কর্মীর কথা থেকে জানা গেছে একাধিক প্রযোজক এবং প্রোডাকশন হাউজ তাদের ছবির নাম নথিভুক্ত করতে এসেছে। সেইসব নামের মধ্যে রয়েছে ‘চন্দ্রযান ৩’, ‘মিশন চন্দ্রযান ৩’, ‘চন্দ্রযান ৩: দ্য মুন মিশন’, ‘বিক্রম ল্যান্ডার’, ‘ভারত চাঁদ পর’, ইত্যাদি। এই বিষয়ে তিনি আরও বলেছেন, একগুচ্ছ অনুমোদন এলেও তারা কয়েকটিকেই অনুমতি দেবেন।

Why is Chandrayaan's lander named "Vikram"

এই প্রসঙ্গে তিনি আরও বলেছেন, পুলওয়ামা অ্যাটাকের পরও এই একই জিনিস ঘটেছিল। তবে তারা পারমিশন দেওয়ার আগে সব বিষয়টাকে সরেজমিনে খতিয়ে দেখবেন। এবং সেগুলোকেই পারমিশন দেবেন যেগুলোকে জেনুইন বলে মনে করছেন। আগামী সপ্তাহেই সমস্ত আবেদনগুলো খতিয়ে দেখবেন তারা।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর