পঞ্চায়েত ভোটে অশান্তি-খুনের অভিযোগ! অবশেষে ভাঙর থেকেই গ্রেপ্তার “দোর্দণ্ডপ্রতাপ” আরাবুল

বাংলা হান্ট ডেস্ক: এবার ফের একবার খবরের শিরোনামে উঠে এলেন ভাঙড়ের (Bhangar) তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা আরাবুল ইসলাম (Arabul Islam)। শুধু তাই নয়, এবার গ্রেপ্তার হলেন তিনি। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় ভাঙড়ের কাশীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল নেতা আরাবুল ইসলামকে।

মূলত, গত বছরে সম্পন্ন হওয়া পঞ্চায়েত ভোটের সময়ে তাঁর বিরুদ্ধে অশান্তি সহ মনোনয়নে বাধা দেওয়া এমনকি খুনের চেষ্টার মতো একাধিক অভিযোগ সামনে এসেছিল। এমতাবস্থায়, বৃহস্পতিবার গ্রেপ্তার হলেন তিনি। সূত্র মারফত জানা গিয়েছে যে, তৃণমূল নেতাকে লালবাজারে নিয়ে আসা হয়েছে। এদিকে, আরাবুলের গ্রেপ্তারির প্রসঙ্গে অবশ্য কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, ”আরাবুলকে পুলিশ ধরেছে। বিরিয়ানি খাওয়াতে লালবাজারে নিয়ে গিয়েছে। পরে ঠিক ছেড়ে দেবে।”

Finally Arabul Islam was arrested

প্রসঙ্গত উল্লেখ্য যে, একের পর এক ঘটনায় বারংবার খবরের শিরোনামে উঠে এসেছেন আরাবুল। এদিকে, ভাঙড়ের এই তৃণমূল নেতার বিরুদ্ধে ২০২৩ সালের পঞ্চায়েতে নির্বাচনের সময়ে ISF-কে মনোনয়ন দিতে বাধাদানের অভিযোগ উঠেছিল। এদিকে, সেখানে একজন ISF কর্মী খুন হন। এমতাবস্থায়, বিধায়ক নওশাদ সিদ্দিকি স্থানীয় থানায় আরাবুলের বিরুদ্ধেই খুনের অভিযোগ দায়ের করেছিলেন।

আরও পড়ুন: মৎস্যজীবীদের হাতেই ধরা দিলেন মহাদেব! সমুদ্রে মিলল ১০০ কেজির শিবলিঙ্গের সন্ধান, ভাইরাল ভিডিও

এদিকে, বিজয়গঞ্জ বাজারে বোমাবাজির ঘটনাও ঘটেছিল। এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে শুরু হয় তদন্ত। আরাবুলের বিরুদ্ধে খুনের চেষ্টা ও অশান্তির পাশাপাশি অস্ত্র রাখা-সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের হয়। পরবর্তীতে পুলিশ প্রশাসনে বেশ কিছু রদবদলের জেরে ভাঙড় এলাকাটি কলকাতা পুলিশের অধীনে চলে আসে।

আরও পড়ুন: যাত্রীরা হন সতর্ক! ট্রেনে মোবাইল চার্জ দেওয়ার আগে অবশ্যই জানুন এই নিয়ম, নাহলেই সফরে বাড়বে বিপদ

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভাঙড় এলাকায় মোট তিনটি থানা ছিল। সেগুলিতে থেকে পরে ৯ টি থানা হয়। এমতাবস্থায়, আরাবুলের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখছিল উত্তর কাশীপুর থানা। এদিকে, বৃহস্পতিবার ওই থানাই কাশীপুর থেকে গ্রেপ্তার করেছে আরাবুলকে। ইতিমধ্যেই লালবাজারে নিয়ে আসা হয়েছে তাঁকে। পাশাপাশি, জানা গিয়েছে যে, আরাবুলকে শুক্রবার বারুইপুর আদালতে তোলা হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর