দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল কমিশন

বাংলা হান্ট ডেস্কঃ উপ নির্বাচনের দিনক্ষণ এখনও ঠিক না হলেও রাজ্যের শাসক দলকে অন্তত একটা সুখবর দিল নির্বাচন কমিশন (Election Commission)। রাজ্যসভা থেকে নির্বাচনের ঠিক আগে সাংসদ পদ ইস্তফা দিয়েছিলেন দীনেশ ত্রিবেদী (Dinesh Trivedi)। নিজের বক্তব্যের মাঝেই গত ১২ ফেব্রুয়ারি পদ থেকে ইস্তফা দেন তিনি। যার জেরে পদটি এতদিন পর্যন্ত খালি হয়েছিল। অন্যদিকে বিধানসভা নির্বাচনে জিতে রাজ্যে মন্ত্রিত্ব গ্রহণ করেছেন মানস ভুঁইয়া (Manas Bhunia)। যার জেরে এই মুহূর্তে রাজ্যসভায় মোট দুটি আসন খালি রয়েছে তৃণমূলের।

এবার দীনেশ ত্রিবেদীর পদে নির্বাচনের জন্য দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। জানানো হয়েছে, ৯ আগস্ট ওই আসনে তৃণমূলের পরবর্তী রাজ্যসভার সাংসদকে বেছে নেওয়া হবে। এর জন্য মনোনয়ন দেওয়া যাবে ২৯ জুলাই অবধি। যদিও রাজনৈতিক বিশ্লেষক মহলের মতে, এই তালিকায় এখনও অবধি সবচেয়ে এগিয়ে রয়েছেন বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন মন্ত্রী যশবন্ত সিনহা (Yashbanta Sinha)। তার মতো অভিজ্ঞ মানুষকেই রাজ্যসভার পদে চায় তৃণমূল।

তবে দীনেশ ত্রিবেদীর পদ নিয়ে মীমাংসা হলেও এখনও পর্যন্ত মীমাংসা হয়নি মানস ভুঁইয়ার ক্ষেত্রে। এক্ষেত্রে কোনও দিনক্ষণ এখনও পর্যন্ত ঘোষণা করেনি নির্বাচন কমিশন। এই পদের জন্য বেশ কয়েকটি নাম নিয়ে জল্পনা রয়েছে তৃণমূলের অন্দরে। একদিকে যেমন রয়েছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor), তেমনি কিছুদিন আগে পর্যন্ত শোনা যাচ্ছিল মুকুল রায়ের (Mukul Roy) নামও। যদিও খাতায়-কলমে এখনও তিনি বিজেপি বিধায়ক। সেক্ষেত্রে এখনই রাজ্যসভার সাংসদ হিসেবে যোগদানের সুযোগ থাকছে না বলেই মত রাজনৈতিক মহলের।

প্রসঙ্গত উল্লেখ্য, নির্বাচনের আগে দলত্যাগের হাওয়া রীতিমতো কাহিল করেছিল তৃণমূলকে। সেই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিলেন দীনেশ ত্রিবেদীও। সংসদে দাঁড়িয়ে তিনি জানিয়েছিলেন, দমবন্ধ পরিস্থিতি অনুভব করছেন তিনি। আর তাই বিবেকের ডাকে বাধ্য হচ্ছেন পদত্যাগ করতে। শেষপর্যন্ত সমস্ত রাজনৈতিক জল্পনা সত্যি করে বিজেপিতে যোগদান দীনেশ বাবু। এখন আগামী দিনে তার পদে কাকে বসায় তৃণমূল সে দিকেই লক্ষ্য থাকবে সকলের।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর