মঞ্চে উঠে মাতলামি নোবেলের, অবশেষে সাফাই দিলেন সংগীতশিল্পী

বাংলাহান্ট ডেস্ক : বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না বাংলাদেশি গায়ক মঈনুল আহসান নোবেলের (Mainul Ahsan Noble)। কোন না কোন কারণে হামেশাই খবরের শিরোনামে উঠে আসছেন তিনি। কখনও ব্যক্তিগত জীবন নিয়ে কাঁটাছেড়া তো কখনও আবার নিজেই জড়িয়ে পড়ছেন বিতর্কে। আবার মাঝেমধ্যে তার আচরণ ভাইরাল হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। সম্প্রতিও ঘটেছিল এমনই এক ঘটনা।

চলতি মাসের ২৭ তারিখ বাংলাদেশের একটি কলেজে লাইফ পারফর্ম করতে গিয়েছিলেন নোবেল। কুড়িগ্রাম ফুলবাড়ী কলেজে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে অর্থাৎ ৫০ বছরের অনুষ্ঠানে হাজির ছিলেন সংগীতশিল্পী। কথা ছিল সেই অনুষ্ঠানে গান গাইবেন তিনি। কথা মতন মঞ্চেও ওঠেন নোবেল। তারপর যে ঘটনা ঘটেছে সেটা আপাতত সকলেই জেনে গেছেন।

Mainul Ahsan Noble

অভিযোগ, গান গাইতে গিয়ে মঞ্চে উঠে মাতলামি করেন তিনি। তার কাণ্ডকারখানা দেখে জুতো ছুঁড়ে মারতে থাকেন দর্শক আসনে বসে থাকা অতিথীরা। নেট দুনিয়ায় ভিডিও প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে যায়। ওঠে সমালোচনার ঝড়। প্রাক্তন স্বামীর এহেন কাণ্ডে রীতিমত অবাক সালসাবিল মাহমুদ।

ঘটনার পর থেকেই মুখে কুলুপ এঁটেছিলেন নোবেল। তবে লাগাতার আক্রমণের ফলে অবশেষে মুখ খুলতে বাধ্য হলেন তিনি। স্বীকার করে নিলেন নিজের দোষ। সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে নোবেল বলেন, ‘রিলাক্সেশন এর জন্য অল্প একটু মদ্যপান দরকার পড়ে। আমিও সেটাই করেছিলাম। খুব বেশি নয় সামান্যই মদ্যপান করেছিলাম। তবে যে ঘটনা ঘটেছে তার জন্য আমি ক্ষমা চাইছি’।

Mainul Ahsan Noble

ঠিক কি ঘটেছিল ? 

ওপার বাংলার কুড়িগ্রামের ফুলবাড়ি ডিগ্রী কলেজের অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের দাবি, অনুষ্ঠানের দিন রাত ৯ টায় স্টেজে ওঠার কথা ছিল নোবেলের। কিন্তু প্রায় ১১ টা ৩০ মিনিট নাগাদ গান গাইতে ওঠেন তিনি। এরপরেই শুরু করে দেন মাতলামি। একটা সময় দর্শক আসন থেকে ধেয়ে আসে জুতো। পরিস্থিতি সামাল দিতে কলেজ কর্তৃপক্ষ মঞ্চ থেকে নামিয়ে নেন গায়ককে। মুহূর্তের মধ্যেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে সেই ভিডিও। আর তাতেই সমালোচনার ঝড়।

additiya

সম্পর্কিত খবর