‘অন্তরঙ্গতা মানে যৌনতা নয়, সততা’, অবশেষে মুখ খুললেন নুসরত জাহান

বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান সময়ে স্যোশাল মিডিয়া জুড়ে শুধু একটাই খবর ছেয়ে গিয়েছে, মা হতে চলেছেন নুসরত জাহান (Nusrat Jahan)। এমনকি নিজের ইনস্টা স্টোরিতে সম্প্রতি একটি ছবি শেয়ার করে, ভক্তদের জন্য সেরকমই কিছু ইঙ্গিত দিয়েছেন এই তারকা সাংসদ।

২০১৯ সালে ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে ধুমধাম করে বিয়েটা সারলেও, এখন বিগত ৭ মাস ধরে তাঁরা আলাদা। অন্যদিকে নুসরতের রিলেশনশিপ স্টেটাস জ্বলজ্বল করছে, ‘ডেটিং যশ দাশগুপ্ত’। এসবের মধ্যে আবার নুসরতের প্রেগনেন্সির খবরে নিখিল স্পষ্ট ভাবেই জানিয়ে দিয়েছেন, এই বাচ্চার বাবা সে নয়। সবমিলিয়ে নেটদুনিয়ায় জোর চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে নুসরত এপিসোড।

nusrat jahan 4

তবে নেটদুনিয়ায় যতই চর্চা হোক না কেন, তাতে কুছ পরোয়া নেই তারকা সাংসদের। ইনস্টা স্টোরিতে একের পর এক পোস্ট করে চলেছেন নুসরত। তাঁর মা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকে, সেই স্টোরি যেন অন্য মাত্রা নিয়েছে। বিভিন্ন বিষয়ের মধ্যে দিয়ে নিজের মনের কথা প্রকাশ করছেন বলে মনে করছে নেটজনতারা।

vdbkcb

সম্প্রতি ইনস্টা স্টোরি নুসরত লেখেন, ‘অন্তরঙ্গতা মানে যৌনতা নয়, সততা। যখন কেউ বোঝেন যে তাঁর নিজের জীবনের সত্যটা অন্য কাউকে বলা যায়, তখন সেই মানুষটার সামনে দাঁড়িয়ে নিজেকে মেলে ধরা যায়। তাঁর সেই অভিব্যক্তি দেখে যদি নিজেকে সুরক্ষিত মনে হয়, তবেই সেটা অন্তরঙ্গতা’।

bkvbvnsi

এখানেই শেষ নয়, সেইসঙ্গে হলিউড ছবি ‘The Twilight Saga’- একটি ২২ সেকেন্ডের দৃশ্য ইনস্টা স্টোরিতে দেন নায়িকা সাংসদ। যে দৃশ্যে দেখা যায়, নায়ক নায়িকাকে তাঁর কছে যেতে বারণ করলে নায়িকা পাল্টা জানতে চান- আমাকে কি তুমি চাও না। উত্তরে নায়ক জানায়- না’। এই ছোট দৃশ্যের মধ্যে দিয়েই কি নুসরত বুঝিয়ে দিলেন, তিনি ফিরে যেতে চাইলেও নিখিল তাঁকে প্রত্যাখ্যান করছেন!

Smita Hari

সম্পর্কিত খবর