বাংলা হান্ট ডেস্কঃ সন্দেশখালি (Sandeshkhali) যাওয়ার পথে ফের পুলিশি বাধার মুখে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধামাখালিতে আটকে দেওয়া হয় শুভেন্দুকে (Suvendu Adhikari)। তবে তাতেও লাভের লাভ কিছুই হল না। বিরোধী দলনেতাকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি (Chief Justice Of Calcutta High Court) টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।
সিঙ্গেল বেঞ্চের নির্দেশই বহাল রইল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। তবে বিচারপতি জানান, শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ সন্দেশখালি যেতে পারলেও তাদের সঙ্গে কোনও সমর্থক বা দলীয় কর্মী যেতে পারবেন না। পাশাপাশি এলাকায় যাতে শান্তি বজায় থাকে সেই দিকে বিশেষ নজর রাখবে রাজ্য পুলিশ।
আরও পড়ুন: রেশন দুর্নীতি, নিয়োগ দুর্নীতি অতীত! এবার নয়া কেলেঙ্কারিতে ৩ জায়গায় ED হানা, তোলপাড় রাজ্যে
হাই কোর্টের নির্দেশ মিলতেই বিধায়ক শঙ্কর ঘোষকে নিয়ে টোটোয় চেপে সন্দেশখালি পৌঁছন শুভেন্দু। সন্দেশখালি পৌঁছেই শুভেন্দু বলেন, “এলাকার মানুষ শান্তি চায়। শেখ শাহজাহানের ফাঁসি চায়। শাহজাহানের পালানোর আর কোনও উপায় নেই।”
আরও পড়ুন: বসন্তের গুনগুনের মাঝেই দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি! কলকাতা সহ ৭ জেলায় সতর্কতা: আবহাওয়ার খবর
সন্দেশখালির সাধারণ মানুষের সাথে কথা বলছেন শুভেন্দু। ‘সব পরিবর্তন হয়ে যাবে। শান্তি ফিরে আসবে।’ মন্তব্য বিরোধী দলনেতার। ওদিকে প্রাক্তন রাজ্যসভার সাংসদ সিপিআই নেত্রী বৃন্দা কারাতকেও (brinda karat) ধামাখালিতে আটকে দিয়েছিল পুলিশ। পরে তাকেও সন্দেশখালি যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলে খবর।