ফাঁকিবাজি অতীত! এবার পাল্টে গেল নিয়ম! অর্থ দফতরের নির্দেশিকায় ঘুম উড়ল সরকারি কর্মীদের!

বাংলা হান্ট ডেস্কঃ উৎসবের মরসুম শেষে ফের কাজে ফিরেছেন সরকারি কর্মীরা (Government Employees)। ছুটির রেশ পুরোপুরি কাটার আগেই সামনে এল বড় খবর! এবার এই সরকারি কর্মীদের উদ্দেশে কড়া নির্দেশিকা জারি করল অর্থ দফতর। একাধিকবার বলার পরেও কাজ হয়নি, তাই এবার কড়া সিদ্ধান্ত নেওয়া হল।

  • এই সরকারি কর্মীদের (Government Employees) জন্য বড় খবর!

দেরি করে অফিস আসা, সময়ের আগে বেরিয়ে যাওয়া! বহু সরকারি কর্মীর বিরুদ্ধে এহেন অভিযোগ উঠতে দেখা যায়। তবে এবার আর এসব চলবে না! কারণ এবার বায়োমেট্রিক অ্যাটেনডেন্স (Biometric Attendance) নিয়ে কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খাতায় সই অতীত! এবার নির্দেশিকা জারি করে বায়োমেট্রিক বাধ্যতামূলক করা হল।

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সরকারি অফিসে কর্মীদের (Government Employees) হাজিরা রেকর্ডের ধরণেও বদল এসেছে। বিগত প্রায় ১ বছরের বেশি সময় ধরে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স শুরু হয়েছে। কিন্তু তা সত্ত্বেও এখনও অর্থ দফতরের বহু কর্মী তা ব্যবহার করছেন না। একাধিকবার বলা সত্ত্বেও কাজ হয়নি। অনেকে এখনও খাতায় সই করেই কাজ চালাচ্ছেন। এবার সেটাই বন্ধ হতে চলেছে।

আরও পড়ুনঃ ১২% DA বৃদ্ধি! বেতন বাড়ছে ৩৬,০০০ টাকা! পুজো মিটতেই লক্ষ্মীলাভ এই সরকারি কর্মীদের

সোমবার রাজ্যের ডেপুটি সেক্রেটারি নাভেদ আখতার একটি নির্দেশিকা জারি করেছেন। সেখানে অর্থ দফতরের (Finance Department) কর্মীদের ক্ষেত্রে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স বাধ্যতামূলক করার পাশাপাশি খাতায় সই বন্ধ করার কথা বলা হয়েছে। এই বিষয়ে নবান্নের অর্থ দফতরের একজন আধিকারিক বলেন, বহুবার বলা সত্ত্বেও এক বছর ধরে অনেক কর্মী বায়োমেট্রিক সিস্টেম ব্যবহার করায় অনীহা দেখাচ্ছেন। সবাই বায়োমেট্রিক সিস্টেম ব্যবহার না করার ফলে খাতা এবং ইলেকট্রনিক অ্যাটেনডেন্স মিলিয়ে মাসের শেষে রিপোর্ট বানাতেও সমস্যা হচ্ছে।

Nabanna Government of West Bengal Government employees

গত বছর মে মাসে অর্থ দফতর নবান্নে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স পদ্ধতি শুরু করে। এরপর এক বছরের অধিক সময় কেটে গেলেও অনেকেই খাতায় সই করে দিব্যি চালিয়ে দিচ্ছিলেন। পুরনো কর্মীদের (Government Employees) পাশাপাশি প্রোমোশন অথবা ট্রান্সফার হয়ে আসা বহু নতুন কর্মীও বায়োমেট্রিকে সিস্টেমে নাম আপডেট করার জন্য দরকারি তথ্য দেননি বলে খবর। তবে এবার কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্নে কাজের প্রথম দিনই এই কাজ সেরে ফেলতে হবে। সেই সঙ্গেই যদি কোনও সরকারি কর্মীকে ট্রান্সফার হয়ে অন্য জায়গায় যেতে হয়, সেক্ষেত্রে আগে থেকে নাম সরিয়ে দেওয়ার কথা জানাতে হবে।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর