বাংলাহান্ট ডেস্ক : ফের একবার হতে চলেছে ব্যাংক একত্রীকরণ। ভারতের এই দুই স্মল ফিনান্স ব্যাঙ্ক আগামী ১লা এপ্রিল থেকে এক হয়ে যাচ্ছে। আগামী অর্থবর্ষের প্রথম দিন থেকেই মিশে যাচ্ছে Fincare Small Finance Bank ও AU Small Finance Bank। এই একত্রীকরণে ছাড়পত্র দিয়েছে রিজার্ভ ব্যাংক। তারপর শেয়ার বাজারকে দেওয়া একটি বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে।
এই সংযুক্তিকরণের পর AU স্মল ফিনান্স ব্যাঙ্ক অধিগ্রহণ করবে Fincare স্মল ফিনান্স ব্যাংকের সব শাখা। এই দুই ব্যাংক সংযুক্তিকরণের কথা প্রথম জানিয়েছিল গত ৩০ অক্টোবর, ২০২৩ সালে। তখন জানানো হয় শেয়ার হোল্ডারদের থেকে অনুমতি পাওয়ার পর আবেদন জানানো হবে রিজার্ভ ব্যাংক ও প্রতিযোগিতা নিয়ন্ত্রক কমিশনের কাছে।
আরোও পড়ুন : ভারত হবে সেমিকন্ডাক্টর হাব! প্ল্যান্ট তৈরির জন্য টাটা গ্রুপ সহ আরেকটি সংস্থাকে ১৮৮ একর জমি দিল এই রাজ্য
সেখান থেকে ছাড়পত্র মিললে দ্রুত হবে সংযুক্তিকরণ। দুই ব্যাংকের হাতে চূড়ান্ত অনুমোদন এসে যায় গত ২৩ শে জানুয়ারি। এরপর সিদ্ধান্ত নেওয়া হয় এই দুই ব্যাংকের সংযুক্তিকরণ হবে আগামী ১লা এপ্রিল।Fincare SFB-এর শেয়ারহোল্ডাররা প্রতি ২০০০ টি শেয়ার পিছু AU SFB-এর ৫৭৯ টি শেয়ার পাবেন বলে জানা যাচ্ছে।
AU SFB-এর ডেপুটি সিইও পদে যোগদান করবেন Fincare SFB-এর সিইও রাজীব যাদব। AU SFB-এর বোর্ড অফ ডিরেক্টরের অন্যতম সদস্য হবেন ফিনকেয়ারের বোর্ড অফ ডিরেক্টরের সদস্য দিব্য সেহগাল। এই সংযুক্তিকরণ হলে ব্যাংকিং সেক্টরে আরো শক্ত জায়গা তৈরি করতে সক্ষম হবে AU SFB স্মল ফিন্যান্স ব্যাঙ্ক। সংযুক্তিকরণের খবর সামনে আসার পর শেয়ার দর ঊর্ধ্বমুখী AU SFB স্মল ফিন্যান্স ব্যাঙ্কের।