সচিন-ধোনি-বিরাট সহ ভারতের ৭ ধনী ক্রিকেটারের চেয়েও বেশি আয় মেসির! চমকে দেবে তাঁর মোট সম্পদের পরিমাণ

Published on:

Published on:

Find out about Lionel Messi Net Worth.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ফুটবল জগতের অন্যতম কিংবদন্তি হিসেবে বিবেচিত হন লিওনেল মেসি। বর্তমানে তিনি ভারতে সফর করছেন। তাঁর ভারত সফরের শেষ গন্তব্য হল দিল্লি। এদিকে, মেসি কেবল একজন কিংবদন্তি ফুটবল তারকাই নন; বরং, তিনি খেলার দুনিয়ায় সবচেয়ে ধনী ব্যক্তিদের (Lionel Messi Net Worth) মধ্যেও অন্যতম একজন। জেনে অবাক হবেন যে, মেসির মোট সম্পদের পরিমাণ সচিন-ধোনি-বিরাট সহ ভারতের ৭ জন ধনী ক্রিকেটারের মোট সম্পদের তুলনায় অনেকটাই বেশি। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

লিওনেল মেসির মোট সম্পদের পরিমাণ (Lionel Messi Net Worth):

মেসির আয় কত: স্বাভাবিকভাবেই, এখন যে প্রশ্নটা সামনে আসবে তা হল, মেসির মোট সম্পদের পরিমাণ কত? একটি রিপোর্ট অনুসারে, আর্জেন্টাইন তারকা মেসির মোট আয় বা মোট সম্পদের পরিমাণ ভারতীয় মুদ্রায় প্রায় ৭,০৫৫ কোটি টাকা। অর্থাৎ, এই পরিমাণ অর্থ বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ধনী নিয়ন্ত্রক সংস্থা BCCI-এর মোট সম্পদের প্রায় দ্বিগুণ। এমতাবস্থায়, চলুন জেনে নেওয়া যাক ভারতের সেই ৭ ধনী ক্রিকেটারদের সম্পর্কে যাঁদের সম্মিলিত সম্পদের চেয়েও মেসির সম্পদের পরিমাণ বেশি।

Find out about Lionel Messi Net Worth.

ভারতের ৭ ধনী ক্রিকেটার: মিডিয়া রিপোর্ট অনুসারে, ভারতের ৭ ধনী ক্রিকেটারের তালিকায় সবথেকে শীর্ষে রয়েছেন অজয় জাদেজা। যাঁর মোট সম্পদের পরিমাণ ১,৪৫০ কোটি টাকা। এদিকে, এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সচিন তেন্ডুলকর। তাঁর মোট সম্পদের পরিমাণ ১,৪১৫ কোটি টাকা। পাশাপাশি, এমএস ধোনি ১,০৬০ কোটি টাকার সম্পদের পরিপ্রেক্ষিতে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন।

আরও পড়ুন: SBI-র কোটি কোটি গ্রাহকদের জন্য সুখবর! সোমবার থেকে হতে চলেছে এই বড় পরিবর্তন

এদিকে, বিরাট কোহলি রয়েছেন চতুর্থ স্থানে। তাঁর মোট সম্পদের পরিমাণ ১,০৪০ কোটি টাকা। এছাড়াও, সৌরভ গাঙ্গুলির মোট সম্পদের পরিমাণ ৮০০ কোটি টাকা। তিনি রয়েছেন পঞ্চম স্থানে। অপরদিকে, রোহিত শর্মার (মোট সম্পদের পরিমাণ ২৪০ কোটি টাকা) এবং শুভমান গিল (মোট সম্পদের পরিমাণ ১৩০ কোটি টাকা) রয়েছেন যথাক্রমে ষষ্ঠ এবং সপ্তম স্থানে।

আরও পড়ুন: মেসি ইভেন্টে কেন ব্যর্থ কলকাতা? প্রতারিত দর্শকদের নিয়ে পতাকা ছাড়াই ক্রীড়া দফতর অভিযানের প্রস্তুতি সুকান্তর

মেসির সম্পদ ভারতের ৭ ধনী ক্রিকেটারের চেয়েও অনেক বেশি: এখন, যদি আমরা ভারতের এই ৭ ধনী ক্রিকেটারের মোট সম্পদের পরিমাণ যোগ করি, তাহলে তাঁদের সম্মিলিত সম্পদের পরিমাণ হবে ৫,৮৯৫ কোটি টাকা। যেটি মেসির মোট সম্পদের চেয়ে (৭০৫৫ কোটি টাকা) অনেকটাই কম। পরিসংখ্যান থেকে স্পষ্ট হয়ে গিয়েছে যে, মেসির সম্পদের পরিমাণ ১,১৬০ কোটি টাকা বেশি।