জন্মদিনে জেনে নিন ধোনির ক্রিকেট জীবনের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়।

দেখতে দেখতে 39 বছর পার করে ফেললেন মহেন্দ্র সিং ধোনি। বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক আজ 40 বছরে পা দিলেন। দীর্ঘদিন ভারতীয় জাতীয় দলের হয়ে অধিনায়কত্ব করেছেন মহেন্দ্র সিং ধোনি কিন্তু বর্তমানে বেশ কয়েক মাস হয়ে গেল তিনি জাতীয় দল থেকে বাইরে রয়েছেন। সেই বিশ্বকাপের সেমিফাইনালে পর থেকে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে দেখা যায়নি মহেন্দ্র সিং ধোনিকে। বেশ কয়েকবার ধোনির অবসর প্রসঙ্গ নিয়ে প্রশ্ন উঠেছে তবে এই ব্যাপারে এখনো পর্যন্ত একটিও শব্দ প্রয়োগ করেননি ধোনি। আসুন আজ ধোনির জন্মদিনে ধোনির ক্রিকেট জীবনের বেশ কয়েকটি অজানা কথা জেনে নেওয়া যাক।

1) লেগ স্লিপ:- ধোনির পর্যবেক্ষণ ক্ষমতা ঠিক কতখানি ছিল সেটা আর কারোরই জানতে বাকি নেই। বিদেশের মাটিতে টেস্ট হলে পরিস্থিতির ওপর নির্ভর করে ধোনি প্রায় সময়ই একটা লেগ স্লিপ রাখতেন। এই নিয়ে অনেকেই ধোনির সমালোচনা করেছেন, কিন্তু ধনী তাদের কথায় বিন্দুমাত্র কর্ণপাত করেননি।

2) অলরাউন্ডারের খোঁজ: ধোনি যখন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন তখন টেস্ট ক্রিকেটে ধোনি একজন ভালো অলরাউন্ডারের খোঁজ চালিয়ে গিয়েছেন কিন্তু তিনি একজন ভালো অলরাউন্ডার খুঁজে পাননি।

39372321030cf8755337f95211ac0dc48be351fd2c4f93bd2c49fca89f9947d998ba775b

3) বোলার ধোনি: ইংল্যান্ডের লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচ চলাকালীন উইকেট কিপিং গ্লাভস খুলে রেখে বোলিং করতে দেখা গিয়েছিল মহেন্দ্র সিং ধোনিকে। সেই সময় ধোনির বিপক্ষে ব্যাটসম্যান ছিলেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসেন।

4) মিলিটারি গ্লাভস: মহেন্দ্র সিং ধোনিকে অনেক সময় দেখা গিয়েছে কিপিং করার সময় ভারতীয় সেনাবাহিনীর পোশাকের ন্যায় গ্লাভস পরে উইকেট কিপিং করতে। এটা ধোনির অন্যতম প্রধান বৈশিষ্ট্য।


Udayan Biswas

সম্পর্কিত খবর