প্রেমের সপ্তাহে জেনে নিন গোলাপের এই উপকারগুলি

বাংলাহান্ট ডেস্কঃ চলছে ফেব্রুয়ারি মাস। সারা বিশ্ব জুড়ে এই মাসের দ্বিতীয় সপ্তাহে পালিত হয় প্রেমের সপ্তাহ। যার শেষ ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসার দিনে। এবং শুরু রোজ ডে দিয়ে।

সারা বিশ্বে মান্যতা অনুসারে গোলাপ হল অনুরাগের প্রতীক। তাই প্রেমের প্রস্তাবের সাথেই থাকে একটি টুকটুকে লাল গোলাপ। আপনার একটি গোলাপে অনেক সময়ই প্রেমিকার মান ভঞ্জন হয়ে যায়। কিন্তু শুধু  প্রেম নিবেদন বা মান ভঞ্জন নয় গোলাপের আছে আরো অনেক গুন। জেনে নিন সেই গুনগুলিও

Freedom Red 6foot Rose 350

গোলাপের ঘ্রাণ প্রাণভরে নিলে খুব ভালো ঘুম হয়। ঠিকই পড়ছেন, গোলাপের গন্ধ যদি আপনি নেন তাহলে আপনার ঘুম ভালোই হবে। গবেষক গণ একদল ঘুমন্ত মানুষের পাশেও রাতভর গোলাপ ফুল রেখে দিয়ে গবেষকরা দেখেছেন, যাঁদের পাশে গোলাপ ফুল ছিল তাঁরা নিশ্চিন্তে ঘুমিয়েছেন। এবং যাঁদের পাশে গোলাপ রাখা হয়নি তাঁদের নানা সময়, নানা কারণে ঘুমে ব্যাঘাত ঘটেছে। আগে মনে করা হত, ঘুমের একটি নির্দিষ্ট সময়ই শুধু কাজ করে গোলাপের ঘ্রাণ।

আবার গোলাপের গন্ধ আপনার পড়াশুনোর ক্ষেত্রেও সাহায্য করে। স্মৃতি শক্তির ক্ষেত্রে গোলাপের ভূমিকা গুরুত্বপূর্ন । আনতর্জাতিক বিজ্ঞান বিষয়ক পত্রিকা ‘‌নেচার্স’‌ গোষ্ঠীর ‘‌ওপেন অ্যাকসেস’ পত্রিকায় ওই সমীক্ষা রিপোর্টটি প্রকাশিত হয়েছিল। ষষ্ঠ শ্রেণির ইংরেজি ক্লাসে দুটি বিভাগের মোট ৫৪ জন ছাত্রছাত্রীর উপর করা সমীক্ষায় গবেষকরা দেখেছেন, যে বিভাগের ছাত্রছাত্রীরা গোলাপ হাতে নিয়ে ক্লাস করেছে তারা প্রায় ৩০ শতাংশ পড়া মনে রাখতে পেরেছে বাকিদের তুলনায়।


সম্পর্কিত খবর