সাক্ষাৎ লক্ষ্মী, স্বামীর জন্য ছাড়েন কেরিয়ার, তাঁর হাত-যশেই ব্যবসা বৃদ্ধি! চিনে নিন গৌতম আদানির স্ত্রীকে

বাংলাহান্ট ডেস্ক : কথায় বলে প্রত্যেক সফল পুরুষের পিছনে কোন না কোন নারীর অবদান থাকে। গৌতম আদানির (Gautam Adani) জীবনে সফলতার পিছনেও রয়েছে তাঁর স্ত্রী প্রীতি আদানির (Priti Adani) হাত। নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে পাশে দাঁড়িয়ে ছিলেন স্বামীর। গৌতম আদানি নিজেই বলেছিলেন, ” তাঁর স্ত্রীই তাঁর জীবনের স্তম্ভ।”

সম্বন্ধ করে বিয়ে হয়েছিল গৌতম ও প্রীতির। কিন্তু দুজনের মধ্যে প্রথম দিকে একটু দূরত্ব ছিল। গৌতম এমনিতে খুবই লাজুক স্বভাবের। একবার তিনি বলেছিলেন, “আমি অশিক্ষিত, প্রীতি তো চিকিৎসক। সুতরাং আমরা একটু বেমানান বটেই।” গৌতম অবশ্য সর্বদা প্রীতির প্রশংসা করতেই ভালোবাসেন।

   

প্রীতির জন্ম ১৯৬৫ সালে মুম্বাইয়ে এক গুজরাটি পরিবারে। আমেদাবাদ ডেন্টাল কলেজ থেকে তিনি ডেন্টাল সার্জারি নিয়ে পাস করেন। কিন্তু বিয়ের পর তিনি নিজের ক্যারিয়ার নিয়ে ভাবেননি। মন দিয়েছিলেন সংসারের কাজে। সবটুকু সামলে ১৯৯৬ সালে তিনি আদানি ফাউন্ডেশনের চেয়ারপার্সন হন। প্রীতির নেতৃত্বে ফাউন্ডেশনের যে বড় উন্নতি হয়েছিল সে কথা স্বীকার করেছিলেন খোদ গৌতম।

এক সাক্ষাৎকারে গৌতম আদানি বলেছিলেন,”আমার জীবনের স্তম্ভ প্রীতি। খুব সুন্দর করে আমার পরিবারের দেখভাল করে ও। খেয়াল রাখে আমার সন্তান ও নাতনির। এরই সাথে সামলাচ্ছে আদানি ফাউন্ডেশন এর কাজও। নিজের ক্যারিয়ার ছেড়ে পাশে দাঁড়িয়েছিল আমার। ওঁর নেতৃত্বে ফাউন্ডেশনের প্রভূত উন্নতি হয়েছে।”

Priti adani

মাত্র দুই জন কর্মী নিয়ে কাজ শুরু করেছিল আদানি ফাউন্ডেশন। এখন দেশজুড়ে এই ফাউন্ডেশন সাহায্য করছে বছরে ৩২ লক্ষ মানুষকে। প্রীতি আদানি পরিবারের জন্য যে কতটা ভাগ্যশালী তা প্রমাণ করে 2018-19 সালে আদানি গোষ্ঠীর সিএসআর। প্রীতির নেতৃত্বে এই আর্থিক বছরে এই গোষ্ঠীর কর্পোরেট সোশ্যাল রেস্পন্সিবিলিটির বাজেট ছুঁয়ে ছিল ১২৮ কোটি টাকা।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর