কতটা লম্বা কড়ে আঙুল? ‘সাইজ’ দেখেই বলে দেওয়া সম্ভব আপনার চরিত্র

বাংলাহান্ট ডেস্ক : আঙুলের মাপ দেখে একজন ব্যক্তির চরিত্র বলে দেওয়া সম্ভব। এই আঙুল আমাদের জীবনের অনেককিছুই বলতে পারে। কড়ে আঙুল (Little Finger) কি আপনার অনামিকার (Ring Finger) থেকে বড় নাকি ছোট? কত দীর্ঘ আপনার কড়ে আঙুল? এসব কিছুই বিচার বিশ্লেষণ করে আপনার সম্বন্ধে বলা যাবে অনেককিছুই।

কোনও ব্যক্তির চরিত্র, মানসিকতা, ব্যক্তিত্ব, পছন্দ – অপছন্দ, সবকিছুই বলা যায় আঙুলের সাইজ দেখে। আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব কীভাবে কড়ে আঙুলের উচ্চতা থেকে একজন মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে জানা যায়। এই প্রতিবেদনে আপনারা আপনাদের কড়ে আঙুলের উচ্চতা সম্পর্কে জেনে বিচার করতে পারবেন আপনার ব্যক্তিত্ব।

এছাড়াও বন্ধুবান্ধব ও আত্মীয়দের মাঝে এই বিষয়ে গণনা করে আপনি খুব সহজেই তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। আপনার কড়ে আঙুল যদি উপরের দিক থেকে অনামিকার দ্বিতীয় গাঁটে এসে থেমে যায় তাহলে জানবেন আপনি নিজের চাহিদা সম্পর্কে অত্যন্ত অবগত। শান্ত প্রকৃতির মানুষ আপনি। আপনার চারপাশে ঘিরে থাকা ব্যক্তিরা আপনার কাছে অত্যন্ত স্বাচ্ছন্দ বোধ করেন।

শান্তি প্রকৃতির হওয়ায় যে কোনও সিদ্ধান্ত খুব ধীরে সুস্থে নিতে পছন্দ করেন। আপনার কড়ে আঙুল যদি উপরের দিক থেকে অনামিকার দ্বিতীয় গাঁট ছাড়িয়ে যায় তাহলে বুঝবেন আপনি নেতৃত্ব দিতে পছন্দ করেন। আত্মবিশ্বাসী মনোভাব থাকবে আপনার মধ্যে। বড় কোনও দায়িত্ব নিতে পিছু পা হন না আপনি। অনামিকার চেয়ে যাদের কড়ে আঙুল লম্বা হয় তাদের মধ্যে শিল্পসত্তা থাকে।

img 20230722 131306

অন্যদের থেকে এই ব্যক্তিদের দৃষ্টিভঙ্গি আলাদা। সৃজনশীলতা প্রকাশ করতে পারেন এই ধরনের ব্যক্তিরা। কড়ে আঙুল যদি উপরের দিক থেকে অনামিকার দ্বিতীয় গাঁটের নিচে শেষ হয় তাহলে জানবেন আপনি একজন ভালো মনের মানুষ। দানশীলতা রয়েছে আপনার মধ্যে। আবেগপ্রবণ হওয়ায় মাঝেমধ্যেই সমস্যার মুখোমুখি হতে হবে আপনাকে। কোনও কিছুর প্রকাশে আপনি ইতস্তত বোধ করবেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর