৫ পুলিশ কর্মী আহত! নবান্ন অভিযানের পর ৭ হেভিওয়েট BJP নেতার নামে দায়ের হল FIR, কাদের অস্বস্তি বাড়ল?

Published on:

Published on:

FIR against seven BJP leaders of Navanna Abhiyan

বাংলা হান্ট ডেস্কঃ নবান্ন অভিযানের জেরে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। অভিযানে পুলিশ ও বিজেপি (BJP) নেতাদের বিরুদ্ধে অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তেজনা বেড়েছে। কলকাতা পুলিশ একাধিক FIR করেছে, অন্যদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন।

বিজেপির (BJP) মোট ৭ নেতার বিরুদ্ধে FIR দায়ের করেছে কলকাতা পুলিশ

কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজেপি (BJP) বিধায়ক অশোক দিন্দা, সাংসদ অগ্নিমিত্রা পালসহ একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে মোট ৭ টি FIR দায়ের হয়েছে। পুলিশের দাবি, অভিযানের সময় ৫ জন পুলিশকর্মী গুরুতর জখম হন। ইতিমধ্যেই জহরলাল নেহেরু রোডে পুলিশের উপর হামলার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করার কাজ চলছে।

আরও পড়ুনঃ তিনবার আশীর্বাদে গলল বরফ, মমতা-কল্যাণ সম্পর্ক কি ফিরল পুরনো ছন্দে?

অন্যদিকে, পুলিশের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর অভিযোগ, শান্তিপূর্ণভাবে নবান্ন অভিযানে অংশ নিয়েও বিজেপি (BJP) কর্মী-সমর্থকদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে। এমনকি, আর জি কর মেডিক্যাল কলেজের নিহত চিকিৎসক ছাত্রীর মা-বাবাকেও পুলিশ মারধর করেছে বলে দাবি করেন তিনি। শুভেন্দুর বক্তব্য, “মনোজ ভার্মার পুলিশ অভয়ার মা-বাবাকেও ছাড়েনি।” তাঁর অভিযোগ, পুলিশের হামলায় শতাধিক মানুষ জখম হয়েছেন এবং জাতীয় পতাকার অবমাননা হয়েছে। এই ঘটনায় আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

FIR against seven BJP leaders of Navanna Abhiyan

আরও পড়ুনঃ ‘প্রমাণ দিন নয়তো ক্ষমা চান’, রাহুলের ‘ভুয়ো ভোটার’ দাবিতে পাল্টা কড়া ডোজ কমিশনের

রাজনৈতিক মহলের মতে, নবান্ন অভিযানের পর থেকে দুই পক্ষের অভিযোগ ও পাল্টা অভিযোগ রাজ্য রাজনীতির পারদ চড়িয়ে তুলেছে। একদিকে বিজেপির (BJP) দাবি, পুলিশ অকারণে বলপ্রয়োগ করেছে, অন্যদিকে পুলিশের অভিযোগ, বিজেপি কর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। এরফলে, রাজনীতির পারদ আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।