কৈলাশ বিজয়বর্গীয় সহ ৩৫০ বিজেপি কর্মীর বিরুদ্ধে FIR, বিপাকে গেরুয়া শিবির

বাংলা হান্ট ডেস্কঃ নিষেধাজ্ঞা লঙ্ঘন করায় কৈলাশ বিজয়বর্গীয় সহ ৩৫০ জন বিজেপি কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করল ইন্দোর পুলিশ। সম্প্রতি ইন্দোরে বিজেপির এক সভাকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছেন কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় । পুলিশের নিষেধ না মেনে কাজ করেছেন তিনি ।

ka

মধ্যপ্রদেশের ইন্দোরে কোনও ধরণের মিটিং-মিছিল নিষিদ্ধ রাখা হয়েছিল । সেই নিষেধ না মেনে সভা করেন বিজেপি নেতা । সেই অভিযোগেই কেলাশ সহ আরও ৩৫০ বিজেপি কর্মীর বিরুদ্ধে দায়ের করা হল এফআইআর। এফআইআরে বিজয়বর্গী ছাড়াও নাম রয়েছে বিজেপি বিধায়ক রমেশ মেন্ডোলা, বিধায়ক মহেন্দ্র হারডিয়াও  বিজেপি নেতা গোপীকৃষ্ণ নেমার সহ আরো অনেকের।

মধ্যপ্রদেশে এই মুহুর্তে ক্ষমতায় রয়েছে কংগ্রেস । এ রাজ্যের মুখ্যমন্ত্রী কলম নাথের নেতৃত্বে মধ্যপ্রদেশ সরকারের অনেক কাজ নিয়েই অসন্তোষ প্রকাশ করেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, মধ্যপ্রদেশের কমল নাথ সরকারের পুলিশ  তাঁদের দলীয় নেতা, কর্মীদের উপর অত্যাচার চালাচ্ছে। রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এ রাজ্যের পুলিশ কাজ করছে বলে অভিযোগ পদ্ম শিবিরের। সেই কারণে পুলিশের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলেন কৈলাশ। আমন্ত্রণও জানানো হয়েছিল ইন্দোরের পুলিশকে । সে আমন্ত্রণ গ্রাহ্যই করা হয়নি ইন্দোর পুলিশের তরফে। কোনও উচ্চপদস্থ আধিকারিক সেই আলোচনায় অংশ নেননি । আর তাতেই বেজায় চটে যান কৈলাশ। সম্প্রতি পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে ইন্দোর শহরকে জ্বালিয়ে দেওয়া হুমকি দিয়েছিলেন কৈলাস বিজয়বর্গীয়। নেতার এই মন্তব্যের পরই তাঁকে সামলানোর চেষ্টা করতে দেখা যায় কর্মীদের। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সে ভিডিওটি।

 

 

সম্পর্কিত খবর