বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত চাঞ্চল্যকর বিষয় সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, জি মিডিয়া (Zee Media) কর্পোরেশন লিমিটেড জয়পুরের অশোক নগর থানায় একটি FIR দায়ের করেছে। যেখানে তাদেরই চ্যানেল হেড আশীষ দাবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। কোম্পানি অভিযোগ করেছে যে, আশীষ তাঁর পদের অপব্যবহার করে সন্দেহজনক আর্থিক লেনদেনে জড়িয়ে পড়েন। যার ফলে কোম্পানির সুনাম নষ্ট হওয়ার পাশাপাশি তিনি বিভিন্ন বিক্রেতাদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টাও করেছেন। এমতাবস্থায়, ভারতীয় দণ্ডবিধি (BNS), ২০২৩-এর ৩০৮(২), ৩১৮(৪), এবং ৩৫১(২)- ধারার অধীনে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর, ২০২৫) FIR নথিভুক্ত করা হয়।
Zee Media-র চ্যানেল হেডের বিরুদ্ধে FIR:
কী জানানো হয়েছে FIR-এ: FIR অনুসারে জানা গিয়েছে আশীষ দাবেকে ২০২৩-এর ২১ মার্চ থেকে জি রাজস্থান এবং জি ২৪ ঘন্টা চ্যানেলের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছিল। ওই পদে থাকাকালীন, তিনি গুরুত্বপূর্ণ এডিটোরিয়াল এবং ডিরেক্টোরিয়াল সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব পালন করেছিলেন। তবে, কোম্পানির অভ্যন্তরীণ তদন্ত এবং বেশ কয়েকটি অভিযোগ থেকে জানা গেছে যে, তিনি কোম্পানির অনুমতি ছাড়াই সন্দেহজনক আর্থিক লেনদেন করেছেন।
কোম্পানির (Zee Media) অভিযোগ, আশীষ বিভিন্ন বিক্রেতা এবং সংস্থার কাছ থেকে অর্থ দাবি করেছেন এবং তাঁর দাবি পূরণ করা না হলে তিনি চ্যানেলে নেতিবাচক এবং ক্ষতিকারক সংবাদ প্রচারের হুমকি দিতেন। FIR-এ আরও বলা হয়েছে যে, তিনি ব্যক্তিগত লাভের জন্য কোম্পানির চ্যানেলগুলি ব্যবহার করেছিলেন। যার মধ্যে হুমকিমূলক কনটেন্টের পাশাপাশি নেতিবাচক এবং মানহানিকর কনটেন্টও সামিল ছিল।
কী জানিয়েছে সংস্থাটি: এমতাবস্থায়, সামগ্রিক বিষয়টির পরিপ্রেক্ষিতে জি মিডিয়া (Zee Media) স্পষ্ট করে জানিয়েছে যে আশীষের এই সমস্ত কার্যকলাপ সম্পূর্ণ ব্যক্তিগত ছিল এবং কোম্পানি কখনোই সেগুলির অনুমোদন বা সমর্থন করেনি। এর পাশাপাশি সংস্থার তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, এহেন কাজ তাদের বিশ্বাসযোগ্যতা থেকে শুরু করে সততা এবং সুনামের ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি করেছে।
আরও পড়ুন: ভারতের ওপর শুল্ক আরোপ করা অত্যন্ত জরুরি, কারণ… মার্কিন আদালতে “অদ্ভুত যুক্তি” দিলেন ট্রাম্প
তদন্ত শুরু করছে পুলিশ: ইতিমধ্যেই এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে অশোক নগর থানায় FIR নথিভুক্ত করা হয়েছে। পাশাপাশি, তদন্তের দায়িত্ব এএসআই হরি সিংকে দেওয়া হয়েছে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে, পুলিশ বিস্তারিত তদন্ত শুরু করেছে। তবে এই প্রসঙ্গে এখনও পর্যন্ত আশীষ দাবের তরফ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন: ট্রাম্প বলেছিলেন “মৃত অর্থনীতি”, অথচ ভারতই বিনিয়োগের জন্য “বেস্ট প্লেস”, মানছে আমেরিকা
উঠছে প্রশ্ন: এদিকে, এহেন ঘটনা সামনে আসার পরেই স্বাভাবিকভাবে বিভিন্ন প্রশ্নের উদ্রেক ঘটছে। মিডিয়া ইন্ডাস্ট্রির মতো ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার করে আশীষ দাবে যেভাবে অনৈতিক কাজ করে গিয়েছেন তা রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পাশাপাশি জানা গিয়েছে যে, আশীষের বিরুদ্ধে অভিযোগ তুলেই জি ২৪ ঘন্টা ছাড়ার সিদ্ধান্ত নেন বিশিষ্ট সাংবাদিক মৌপিয়া নন্দী। এমতাবস্থায়, আগামী দিনে পুলিশি তদন্তের মাধ্যমে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে পারে বলেই অনুমান করা হচ্ছে।