উৎকর্ষ বাংলার নিয়োগপত্রে ত্রুটি থাকার জের, এগ্রিগেটরের বিরুদ্ধে FIR নবান্নর

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সরকারের ‘উৎকর্ষ বাংলা’ ঘিরে ইতিমধ্যেই সরগরম বঙ্গ রাজনীতি। একের পর এক চাকরির নিয়োগপত্রে যেভাবে ত্রুটি ধরা পড়ে, তা নিয়ে শাসক দলের উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দেয় বিরোধী দলগুলি আর এবার অ্যাকশনে নামলো নবান্ন (Nabanna)। এ ঘটনায় এফআইআর করার পাশাপাশি নবান্নের ঘোষণা, এবার থেকে সবকিছু ডবল চেকিং করার মাধ্যমে স্থির করা হবে। পাশাপাশি ত্রুটিপূর্ণ নিয়োগপত্র অনুযায়ী, ১০৭ জনকে নতুন চাকরির নিয়োগ পত্র দেওয়া হবে বলে জানা যাচ্ছে।

সম্প্রতি, উৎকর্ষ বাংলায় নিয়োগপত্র দেওয়াকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়। এক্ষেত্রে মোট ১০৭ টি নিয়োগ বিভ্রান্তি ঘিরে সরগরম হয়ে ওঠে রাজনৈতিক প্রেক্ষাপট। যদিও এদিন গোটা ঘটনা প্রসঙ্গে রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বলেন, “১০৭ টি নিয়োগ বিভ্রান্তি নিয়ে বর্তমানে বিতর্কের সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এটিকে ভুয়ো নিয়োগপত্র বলে প্রচার করছে কিছু মানুষ। এতে আমাদের বাংলার ভাবমূর্তি ক্রমশ নষ্ট হয়ে চলেছে। আমি অনুরোধ করছি, উৎকর্ষ বাংলার কারণে অনেক মানুষ কাজ পাচ্ছে। একটা ভুল হলেই এমন ভাবে প্রচার করবেন না। এটা এগ্রিগেটরের ভুল। আমরা এফআইআর করেছি।”

উল্লেখ্য, উৎকর্ষ বাংলায় মোট ১১ হাজার নিয়োগপত্র প্রদান করা হলেও এক্ষেত্রে মোট ১০৭ টি নিয়োগ ঘিরে ত্রুটির সৃষ্টি হয়। এক্ষেত্রে নিয়োগ পত্র ‘ভুয়ো’ বলে কটাক্ষ ছুড়ে দেয় অনেকেই। তবে এদিন নবান্ন দাবি করেছে যে, এই ভুল গুরগাঁওয়ের একটি এগ্রিগেটরের। অভিযুক্ত সংস্থার বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের করার পাশাপাশি তাদেরকে বকাবকি করা হয়েছে বলে জানা যাচ্ছে।

এই প্রসঙ্গে এদিন রাজ্যের মুখ্য সচিব বলেন, “১০৭ জনের নিয়োগ পত্রে ভুল রয়েছে। তাদের ভবিষ্যৎ আমরা কখনোই শেষ হতে দেব না। ওদেরকে চাকরি অফার করা হয়েছে। যাদের ভুল, তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এবার থেকে যখন নিয়োগপত্র দেওয়া হবে, তখন ডবল চেকিং করা হতে চলেছে।”

nabanna 1 2

পরবর্তীতে তিনি বলেন, “বড় কাজ করতে গেলে ত্রুটি হয়। কিন্তু যেভাবে কিছু জন মানুষ আমাদের ভাবমূর্তি নষ্ট করে চলেছে, তা অনুচিত।” একইসঙ্গে পরবর্তীতে এরকম ঘটনা ঘটলে রাজ্যকে জানানোর কথাও এদিন বলেন মুখ্য সচিব দ্বিবেদী।


Sayan Das

সম্পর্কিত খবর