বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি নিয়োগ (SSC Recruitment) দুর্নীতি নিয়ে এখনও সরগরম বাংলা। একদিকে চাকরিহারাদের একাংশের আন্দোলন চলছে। ফের একবার পরীক্ষা দিতে চান না তাঁরা। এই নিয়ে সোমবার শিক্ষাসচিবের সঙ্গে বৈঠকও করেছেন। এরপর মঙ্গলবার নবান্ন থেকে একটি সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখান থেকে তিনি জানান, সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মতো সবটা প্রস্তুত রাখা হচ্ছে। আদালতের নির্দেশ মেনে আগামী ৩১ মে-র মধ্যে বিজ্ঞপ্তি জারি করা হবে।
নতুন নিয়োগ প্রক্রিয়ায় (SSC Recruitment) কারা অংশ নিতে পারবেন?
মুখ্যমন্ত্রী গতকাল জানান, দু’টি প্রক্রিয়াই চলবে। সুপ্রিম নির্দেশ মেনে বিজ্ঞপ্তি জারি করা হবে। আর রিভিউতে ভালো ফল পেলে সেটাও গ্রহণ করা হবে। তাঁর ঘোষণা, আগামী ১৬ জুন অবধি অনলাইনে আবেদন করা যাবে। ২০ নভেম্বর কাউন্সেলিং হবে। শূন্যপদের সংখ্যা, অতিরিক্ত শূন্যপদ কতগুলি সেসবও বিশদে জানিয়েছেন মমতা। এরপরেই প্রশ্ন, নতুন নিয়োগ প্রক্রিয়ায় কারা অংশ নিতে পারবেন? এবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে তার ব্যাখ্যা দিলেন আইনজীবী ফিরদৌস শামিম।
মুখ্যমন্ত্রীর ঘোষণার পর ফিরদৌস (Firdous Samim) বলেন, ‘আমি যা বুঝতে পারছি, যা শূন্যপদ ছিল, চিহ্নিত অযোগ্যরা বাদে যারা আগে পরীক্ষায় বসেছিলেন, তাঁরা ফের বসবেন। বাকি অতিরিক্ত শূন্যপদ যদি তৈরি হয় সেখানে নতুন করে অনলাইন অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে। উনি কীভাবে বিজ্ঞপ্তি দেবেন আমি জানি না, তখন চুলচেরা বিশ্লেষণ করব’।
আরও পড়ুনঃ নিম্নচাপের জেরে দিনভর বৃষ্টি! আজ ভিজবে কোন কোন জেলা? একনজরে আবহাওয়ার খবর
উল্লেখ্য, দুর্নীতির (SSC Recruitment Scam) জেরে গত বছরই ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের তরফ থেকেও সেই রায় বহাল রাখা হয়েছে। সেই সঙ্গেই আরও বেশ কিছু নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সেই অনুযায়ী আগামী ৩১ মে-র মধ্যে নোটিফিকেশন জারি করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মমতার ঘোষণা অনুযায়ী, অতিরিক্ত শূন্যপদ তৈরি করার পর মোট শূন্যপদের সংখ্যা ৪৪,২০৩টি (SSC Recruitment)। এর মধ্যে নবম-দশম, একাদশ-দ্বাদশ থেকে শুরু করে গ্রুপ সি, গ্রুপ ডি কোন পদে কত শূন্যপদ রয়েছে সেটা গতকাল জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে বলেছেন, চাকরিহারাদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। বয়স পেরিয়ে গেলেও তাঁদের পরীক্ষায় বসতে বাধা নেই।