বিধ্বংসী আগুন মহারাষ্ট্রের রাসায়নিক গোডাউনে

বাংলাহান্ট ডেস্ক: মঙ্গলবার ভোররাতে মহারাষ্ট্রের তিনটি রাসায়নিক গোডাউনে আগুন লেগে যায়। মহারাষ্ট্রের ঠানে জেলার ভিওয়ান্ডির শিল্পাঞ্চল ডাপোরা প্রেরণা চত্বরের একটি রাসায়নিক গোডাউনে প্রথম আগুন লাগে। গোডাউনে দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বাকি দুটি গোডাউনে।

images 21 1

স্থানীয়রা জানিয়েছে রাতভর ঘরের ভেতর থেকে দাহ্য পদার্থ ভর্তি বড় বড় ড্রাম ফাটার আওয়াজ শোনা যায়। দমকল কর্মীরা পাঁচটি ইঞ্জিন নিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। দমকল কর্মীদের সাহায্য করছে স্থানীয় বাসিন্দারা। দমকল কর্মীরা জানিয়েছেন এই কারখানা সংলগ্ন এলাকার রাস্তা অত্যন্ত খারাপ হয় আগুন নেভাতে অসুবিধা হচ্ছে। গরম সংলগ্ন এলাকায় সম্পূর্ণ ভাবে খালি করে দেয়া হয়েছে ঘটনার সাথে সাথে আশেপাশের বাড়িগুলিকে কুলডাউন করার জন্য জল ছিটানো হচ্ছে। এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সম্পর্কিত খবর