ভয়ঙ্কর! বিধ্বংসী আগুনে বিয়েবাড়ি পরিণত হল শ্মশানে! মৃত অন্তত ১১০, দেখুন আঁতকে ওঠা ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: আনন্দ, খাওয়া-দাওয়া, হই-হুল্লোড় চলছিল বিয়ে বাড়িজুড়ে। কিন্তু সেই বিয়েবাড়িই কয়েক মিনিটে পরিণত হল শ্মশানে। হঠাৎই বিয়ে বাড়িতে দাউদাউ করে জ্বলে উঠল আগুন (Fire)। আর সেই আগুনের জেরে মৃত্যু হল কমপক্ষে ১১০ জনের। আহত হয়েছেন কমপক্ষে আরও ৫৫০ জন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর ইরাকে।

ইরাকের (Iraq) স্থানীয় সংবাদ মাধ্যম অনুযায়ী, মঙ্গলবার ইরাকের নিনেভে প্রদেশের হামদানিয়া (Hamdaniyah) এলাকায় একটি বিয়ে বাড়ি চলছিল। হঠাৎই রাত পৌনে এগারোটা নাগাদ ওই বিয়ে বাড়িতে আগুন লেগে যায়। সকলেই আনন্দ উৎসবে মেতে থাকার কারণে প্রথমে আগুন লাগার বিষয়টি খেয়াল করেননি। কিন্তু যতক্ষণে তাদের নজরে আসে ততক্ষণে গোটা বিয়ে বাড়ির চারদিক আগুনের গ্রাসে চলে গিয়েছে।

স্বাভাবিকভাবেই তখন বিয়েবাড়িতে (Marriage Hall) হুড়োহুড়ি পড়ে যায়। কিন্তু আগুন চারিদিকে ছড়িয়ে পড়ায় বেরনোর পথ বন্ধ হয়ে পড়ে। ভয়ে কান্নাকাটি-চিৎকার শুরু করেন আমন্ত্রিতরা। যার জেরে ওই অগ্নিকাণ্ডে অন্তত ১১০ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও অন্তত ৫৫০ জন।

 

আগুন লাগার কারণ না জানা গেলেও প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানে আতশবাজি-সহ একাধিক দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন নিমেষে গোটা প্যান্ডেল এবং আশপাশে ছড়িয়ে পড়ে। এই ঘটনার ভিডিও ভাইরাল (Viral) হয়েছে নেটদুনিয়ায়। শোনা যাচ্ছে, আটকে পড়া আমন্ত্রিতদের আর্তনাদ। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের একের পর এক ইঞ্জিন।

 

জানা গিয়েছে, ওই অনুষ্ঠান বাড়িটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। একের পর এক দেহ উদ্ধার হয়েছে। যার মধ্যে বৃদ্ধ-মাঝবয়সি-শিশু সকলেই রয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। গোটা ঘটনায় শোকপ্রকাশ করেছেন ইরাকের প্রধানমন্ত্রী (Prime Minister)। সব ধরনের সাহায্যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাঁর তরফে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Avatar
Monojit

সম্পর্কিত খবর