সাত সকালে মর্মান্তিক ঘটনা! চলন্ত বাসে আগুন, পুড়ে মৃত ২৫, আহত আরও অনেকে

বাংলা হান্ট ডেস্ক : মহারাষ্ট্রে (Maharshtra) ভোররাতে মর্মান্তিক দুর্ঘটনা। চলন্ত বাসের মধ্যেই আগুনে পুড়ে মৃত্যু হল ২৫ জন হতভাগ্য যাত্রীর। অগ্নিদগ্ধ অবস্থায় আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাঝ রাস্তাতেই আগুন ধরে যায় একটি বাসে। পুলিস জানিয়েছে ওই বাসে ৩৩ জন যাত্রী ছিলেন বলে। গতকাল রাত ২ টো নাগাদ এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

জানা যাচ্ছে, বাসটি ইয়াভাতমাল থেকে পুনের দিকে যাচ্ছিল। বুলধানার কাছে বাসটিতে আগুন ধরে যায়। পুলিশ সূত্রে খবর, নাগপুর থেকে পুনে যাওয়ার পথে ডিভাইডারে ধাক্কা মেরে আগুন ধরে যায় বাসটিতে। রাত দুটো নাগাদ দুর্ঘটনাটি ঘটে। সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে যাওয়ার সময় আচমকাই আগুন ধরে যায় বাসটিতে। প্রাথমিক তদন্তের পর পুলিসের দাবি, টায়ার ফেটেই আগুন লেগে যায় বাসে।

বুলধানার পুলিস সুপার সুনীল কাদাসানে জানান, ২৫ জনের দেহ উদ্ধার করা হয়েছে। আহতদের এখনও চিকিৎসা চলছে। তার মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দেহ শনাক্তকরণের কাজও শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

accident

বাসের চালক পুলিস জানান, বাসটির টায়ার ফেটে যাওয়ার পর বাসটি রাস্তার ধারে থাকা একটি খুঁটিতে ধাক্কা মারে। এরপরই আগুন জ্বলতে থাকে। আকস্মিক এই ঘটনা ঘটে যাওয়া যাত্রীরা বাস থেকে নামার সুযোগ পায়নি বলেই মনে করছে পুলিস। পুলিস সুপার বলেন, অভিযোগ দায়ের হয়েছে, তদন্ত হবে। তবে আপাতত মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়াই আসল কাজ।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর