উত্তরবঙ্গের ৩ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, প্রবল বর্ষণ দক্ষিণবঙ্গেও, কমলা সতর্কতা জারী করলো আবহাওয়া দপ্তর

বাংলা হান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গে (West Bengal) ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা। তারপর থেকে প্রতিদিনই বিক্ষিপ্ত বৃষ্টি হয়ে চলেছে। তবে দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টির পরিমাণ কমবে এবার। আবারও গরমের দাপট শুরু হবে। বাড়বে তাপমাত্রা, সেইসঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে বলে জানিয়েছে আলিপুর হাওয়া দফতর (Alipore Weather Office)।

কলকাতার আবহাওয়া : কলকাতায় আকাশ মেঘলা থাকবে সকালে। বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে। কাল থেকে বাড়বে তাপমাত্রা। জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া : দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ও বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে তাপমাত্রা বাড়তে শুরু করবে শুক্রবার থেকেই। দক্ষিণবঙ্গে তিন চার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া ও উত্তর ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

weather

উত্তরবঙ্গের আবহাওয়া : দক্ষিণ যখন বৃষ্টি কমে তাপমাত্রা বাড়বে, উত্তরবঙ্গে তখন আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তিন জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে জারি হয়েছে কমলা সতর্কতা।

ল্যান্ড স্লাইডের সতর্কতা : কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। প্রবল বৃষ্টির কারণে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় দার্জিলিং ও কালিম্পংয়ের বেশ কিছু এলাকায় ল্যান্ড স্লাইড বা ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

আগামী দু’দিনের আবহাওয়া : আবহাওয়া দফতর (Weather Update) জানিয়েছে আগামী দিন দুয়েকের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেশের মধ্যে বাকি থাকা হরিয়ানা, পঞ্জাব এবং রাজস্থানের বাকি অংশে পৌঁছে যবে। এছাড়াও পূর্ব-পশ্চিম একটি অক্ষরেখা রাজস্থান থেকে উত্তর মধ্য প্রদেশের নিম্নচাপ এলাকা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে পূর্ব দিকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর