চোট থেকে ফিরেই চমক! হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ফের ভারতকে স্বর্ণপদক উপহার নীরজ চোপড়ার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চোটের কারণে গতবছর অংশ নিতে পারেননি কমনওয়েলথ গেমসে। ফলে ভারতের একটি নিশ্চিত পদক হাতছাড়া হয়েছিল। চলতি বছরের শুরুতে দোহায় আয়োজিত ডায়মন্ড লিগে সোনা জিতেছিলেন। কিন্তু তারপর নীরজ চোপড়া (Neeraj Chopra) চোটের কারণে নেদারল্যান্ডসের মাটিতে আয়োজিত এফকেবি গেমস ও ফিনল্যান্ডে আয়োজিত পাভো নুর্মি গেমসে নামতে পারেননি। কিন্তু গতকাল রাতে সেই হতাশা কাটিয়ে দিলেন এই মুহূর্তে ভারতীয় ক্রীড়া জগতের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র।

গত বছরের মতো এবছরও দুর্দান্ত পারফরম্যান্স করে সুইটজারল্যান্ডে আয়োজিত লুসেন ডায়মন্ড লিগে (Lausanne Diamond League) সোনা জিতলেন ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার। টোকিও অলিম্পিকে স্বর্ণপদক জয়ী নীরজ একমাস ধরে রিহ্যাব করে নিজের চোট কাটিয়ে ফিরেছেন। কিন্তু সেই ঘটনা তার সাফল্য আটকে রাখতে পারলো না।

যদিও শুক্রবার, যখন লুসেন ডায়মন্ড লিগে তিনি ভারতের প্রতিনিধিত্ব আরম্ভ করেছিলেন তখন শুরুতে তাকে দেখে যেন বোঝা যাচ্ছিল যে চোটের জন্য তিনি বেশ কিছুদিন দূরে ছিলেন ট্র‍্যাক থেকে। কিন্তু প্রাথমিক ব্যর্থতা কাটিয়ে শেষ চেষ্টায় ফের একবার দুরন্ত কাঁধের জোর দেখিয়ে দেশকে আরো একটি স্বর্ণপদক এনে দেন এই মুহূর্তে ভারতের সবচেয়ে ধারাবাহিক ক্রীড়াবিদ।

neeraj diamond swt
শেষ প্রচেষ্টাতেই বাজিমাত! নীরজের মুখে সন্তুষ্টির হাসি

সকলের মনে আতঙ্ক ধরিয়ে তার প্রথম থ্রো-টি ফাউল থ্রো হয়। দ্বিতীয় এবং তৃতীয় চেষ্টায় তার হাত থেকে নিক্ষেপিত জ্যাভলিন যথাক্রমে ৮৩.৫২ এবং ৮৫.০৪ মিটার দূরত্ব অতিক্রম করে। কিন্তু সেই দূরত্বগুলি সোনা জয় নিশ্চিত করার জন্য একেবারেই যথেষ্ট ছিল না। তখন অনেকেরই মনে হয়েছিল যে একমাসের বিরতি নীরজের ছন্দে কিছুটা বিঘ্ন ঘটিয়েছে।

সাধারণত প্রথম প্রচেষ্টাতেই নিজের সেরা ফল অর্জন করা নীরজকে নিয়ে চিন্তা আরও বাড়ে, যখন তার চতুর্থ থ্রো-টি এই এই টুর্নামেন্টের প্রথম থ্রো-এর মতো ফাউল থ্রো হিসাবে গণ্য হয়। কিন্তু নিজের ওপর থেকে বিশ্বাস হারাননি নীরজ। নিজের পঞ্চম প্রচেষ্টায় তিনি নিজের পূর্ববর্তী প্রচেষ্টাগুলিকে ছাপিয়ে যান জার্মানির জুলিয়ান ওয়েবারের সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করা ৮৭.০৩ মিটারের থ্রো-টিকে পেছনে ফেলে দেন। নীরজের হাত থেকে নিক্ষেপিত বর্ষা অতিক্রম করে ৮৭.৬৬ মিটার দূরত্ব। এই দুর্দান্ত থ্রোয়ের সাথে সাথেই স্বর্ণপদক নিশ্চিত করে ফেলেন তিনি।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর