গঙ্গার পাড়ে ঘটলো বিশাল বিস্ফোরণ, ক্ষতিগ্রস্ত নৈহাটি চুঁচুড়ার বিস্তীর্ণ এলাকা।

বাংলা হান্ট ডেস্কঃ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল নৈহাটি-চুচুড়ার গঙ্গাপাড়। বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে ঘটে গেল বিপত্তি। বৃহস্পতিবার নৈহাটির গঙ্গাপাড়ে বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে ওই এলাকা। আগুনের কালো ধোঁয়া কুণ্ডলী আকারে ছড়িয়ে পড়ে। ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। বিস্ফোরণের জেরে গঙ্গাপাড়ের কাছে বাড়ির কাঁচ ঝুরঝুর করে ভেঙে পড়ে। ফাটল ধরে গিয়েছে বেশ কিছু বাড়ির দেওয়ালে।

IMG 20200109 164002

নৈহাটির গঙ্গাপাড়ের বিস্ফোরণে কেঁপে ওঠে ওপারের চুঁচুড়াও। গঙ্গাপাড়ের কাছে অবস্থিত চুঁচুড়ার হেরিটেজ বিল্ডিং, জেলাশাসক ভবন এবং চুঁচুড়া কোর্টেি মধ্যেও কম্পন অনুভূত হয়। ভেঙে পড়েছে গঙ্গাপাড়ের একাধিক বাড়ির জানালার কাঁচ। পুরসভার জানালার কাঁচও ভেঙে পড়েছে। বিকট আওয়াজে চুঁচুড়া হাসপাতালের ব্ল্যাড ব্যাঙ্কের জানালার কাঁচ ভেঙে গিয়েছে।

স্থানীয়দের দাবি, নৈহাটি গঙ্গাপাড়ের কাছে পুলিশের গাড়ির মধ্যে বিস্ফোরক রাখা ছিল। সেই বিস্ফোরক নিষ্ক্রিয় করতে ব্যর্থ হয়।  নিয়ম মেনে নিষ্ক্রিয় করা হয়নি,তারফলে বিস্ফোরকটি ফেটে যায়। প্রচন্ড শব্দ করে বিস্ফোরণ হয়। আগুন ধরে যায় পুলিশের গাড়িতে। পুলিশ সূত্রে খবর, ২টি গাড়িতে আগুন লেগে যায়।কালো ধোঁয়ায় ছেয়ে যায় এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। এদিকে বিস্ফোরণের জেরে জখম হয়েছিন দু-জন পুলিশ কর্মী। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদেরকে।

বিস্ফোরণের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে চুঁচুড়া ও নৈহাটির বাসিন্দারা। পুলিশের গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের। যাঁদের বাড়ির ক্ষতি হয়েছে, তাঁদেরকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানানো হয়েছে। গোটা পরিস্থিতি পরিদর্শনে আসেন চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ুন কবীর।

সম্পর্কিত খবর