কলকাতায় সেফ হোম চালুর ঘোষণা, ৫-৬ জন আক্রান্ত হলেই কনটেনমেন্ট জোন জানালেন মেয়র

বাংলা হান্ট ডেস্কঃ করোনার আতঙ্ক অনেকটাই কাটিয়ে উঠেছিল দেশবাসী। প্রায় স্বাভাবিক হয়েছিল জনজীবন। কিন্তু ওমিক্রন নামের নতুন রূপ ধারণ করে করোনা আবারও ফিরে আসল। বিশেষজ্ঞদের মতে এই রূপ নাকি আরও ভয়ঙ্কর হতে পারে। তবে, আদৌ কী হবে … সেটা আগামী দিনেই বোঝা যাবে। কিন্তু বর্তমানে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট যে মানুষের চাপ বাড়াতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

অন্যদিকে বছরের শেষে গোটা দেশের মতোই বাংলায় ফের বাড়ছে আক্রান্তের সংখ্যা। নতুন বছরকে যে এভাবে স্বাগত জানাতে হবে, তা হয়ত কস্মিনকালেও কেউ ভেবে দেখেনি। শেষ বারের পুজোয় বহু মানুষ বাড়ি থেকে বেরিয়ে আনন্দ করে ঠাকুর দর্শন করে যতটা না করোনা বেড়েছিল, এবার ঘরে থেকেই তাঁর থেকে বেশি বাড়ছে।

করোনার নতুন রুপ নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারের কপালেও চিন্তার ভাঁজ বাড়াচ্ছে। আর এই আশঙ্কার মধ্যেই কলকাতা পুরসভা ১৭টি জায়গা কনটেনমেন্ট হিসেবে চিহ্নিতও করেছে। আর এরপরেই মেয়র ফিরহাদ হাকিম কনটেনমেন্ট জোন চালু করার কথাও ঘোষণা করেছেন। শুক্রবার কলকাতার মেয়র ফিরহাদ হামিক জানিয়েছেন যে, আগামী সোমবার থেকেই সেফ হোম চালু করা হচ্ছে। তিনি জানান, যেই এলাকায় ৫-৬ জন আক্রান্ত হবেন, সেটিকে কনটেনমেন্ট জোন করে দেওয়া হবে।

উল্লেখ্য, দু’দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজ্যে স্কুল, কলেজ ও লোকাল ট্রেন বন্ধ করার ইঙ্গিত দিয়েছিলেন। তবে, তিনি জানিয়েছিলেন যে, সমস্ত কিছু পর্যালোচনা করার পরই সিদ্ধান্ত নেওয়া হবে। হুটহাট করে কিছুই বন্ধ করা হবে না।


Koushik Dutta

সম্পর্কিত খবর