আবার বিতর্কে ফিরহাদ! ম্যানহোলে মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করতেই শুরু বিরাট সমালোচনা  

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতার বানতলার লেদার কমপ্লেক্সে ম্যানহোলের আবর্জনা পরিষ্কার করতে নেমে নিকাশি-নালায় তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে তিনজন সাফাইকর্মীর। এদিনের ঘটনায় যে তিনজন শ্রমিকের প্রাণ গিয়েছে, তাঁরা সকলেই ছিলেন কেএমডিএ-র অস্থায়ী কর্মী।মর্মান্তিক এই দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। তারপর থেকে ওই ক্ষতিপূরণের টাকা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

ফিরহাদ হাকিম (Firhad Hakim) ক্ষতিপূরণ ঘোষণা করতেই শুরু সমালোচনা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশ পেয়েই অকুস্থলে পৌঁছে গিয়েছিলেন ববি (Firhad Hakim)। এই ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি জানিয়েছেন কেউ দোষী হলে  অবশ্যই শাস্তি পাবে। ঘটনাস্থল পরিদর্শনের পর নিহত তিন সাফাইকর্মীদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মেয়র। তিনি এই ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করার পর থেকেই শুরু হয়ে যায় সমালোচনা। কারণ রাজ্যের মন্ত্রীর দেওয়া ক্ষতিপূরণের টাকার অংকের সাথে কোনো সামঞ্জস্য নেই দেশের সর্বোচ্চ আদালতের দেওয়া নির্দেশের।

২০২৩ সালে ম্যানহোল সংক্রান্ত একটি মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, নর্দমা পরিষ্কার করতে গিয়ে কোনও সাফাইকর্মীর মৃত্যু হলে তাঁর পরিবারকে ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে সরকার। অর্থাৎ সেই হিসাবে পুরমন্ত্রী (Firhad Hakim) যে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তা সুপ্রিম কোর্টের নির্দেশে বেঁধে দেওয়া আর্থিক ক্ষতিপূরণের পরিমাণের তিনভাগের একভাগ মাত্র!

আরও পড়ুন: ৪ দিন আগেই কলকাতাকে সতর্ক করেছিল সুপ্রিম কোর্ট! ম্যানহোল নিয়ে কী বলছে আইন?

প্রসঙ্গত ২ বছর আগে সুপ্রিম কোর্টের ওই মামলায় তৎকালীন বিচারপতি এস রবীন্দ্র ভট্ট এবং বিচারপতি অরবিন্দ কুমারের বেঞ্চ স্পষ্ট জানিয়েছিল যদি কোনও শ্রমিক ম্যানহোলে কাজ করতে নামেন এবং তিনি যদি প্রতিবন্ধী হয়ে যান তাহলে তাঁকে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। একইসাথে আদালতের নির্দেশ ছিল, কোনও অবস্থাতেই এই ক্ষতিপূরণের পরিমাণ যেন ১০ লক্ষ টাকার কম না হয়। এখন বানতলার এই ঘটনার পর সরকার নিহতদের পরিবারকে শেষ পর্যন্ত কত টাকা ক্ষতিপূরণ দেয় সেটাই দেখার।

Manhole

চারিদিকে সমালোচনা শুরু হতেই সংশ্লিষ্ট সূত্রের তরফে দাবি করা হয় ফিরহাদ হাকিম প্রাথমিকভাবে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। তবে শীর্ষ আদালতের নির্দেশ খতিয়ে দেখার পর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ম্যানহোলের এই দুর্ঘটনা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে উত্তরপ্রদেশের যোগী সরকারকে আক্রমণ শানিয়ে ফিরহাদ হাকিম এদিন বলেন, ‘তিনজন গরিব মানুষের প্রাণ গিয়েছে। এটা উত্তরপ্রদেশ নয় যে এই ঘটনা চেপে যাওয়া হবে। ঘটনার তদন্ত করা হবে।’ একইসাথে তিনি জানান, ‘এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য আরও  সতর্ক হবে প্রশাসন।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর