‘এখানে একটা মারলে, ওখানে পাঁচটা মারব আমরা’, ত্রিপুরায় বেফাঁস মন্তব্য ফিরহাদের

বাংলাহান্ট ডেস্কঃ আগামী ২৫ শে নভেম্বর আগরতলা কর্পোরেশন সহ ত্রিপুরার (tripura) ২০ টি পুরসভা ও নগর পঞ্চায়েতের ভোট রয়েছে। সেখানে প্রচারের জন্য ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন বাংলার পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। দিকে দিকে প্রচারের সঙ্গে চলছে মানুষকে তৃণমূলের ধর্মে দীক্ষিত করার প্রচেষ্টা।

ত্রিপুরার মাটি শক্ত করতে ইতিমধ্যেই সেখানে তৃণমূলের হেভিওয়েট সমস্ত নেতৃত্বরা উপস্থিত হয়েছেন। বাবুল সুপ্রিয়, সায়নী ঘোষ থেকে শুরু করে ফিরহাদ হাকিম দিকে দিকে প্রচার চালাচ্ছেন জোরকদমে। সেইসঙ্গে চলছে আক্রমণ পালটা আক্রমণের তর্জা।

তবে প্রচার কার্যে গিয়ে ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন ফিরহাদ হাকিম। যা নিয়ে সমালোচিতও হলেন বাংলার এই মন্ত্রী। শনিবার সোনামুড়ায় এক সভায় উপস্থিত হয়েছিলেন ফিরহাদ হাকিম। সেখান থেকেই তোপ দাগছিলেন বিজেপির বিরুদ্ধে। আর সেখানেই করে ফেললেন এক বেফাঁস মন্তব্য। আবার তা সামলেও নিলেন।

গেরুয়া শিবিরকে কটাক্ষ করতে গিয়ে ফিরহাদ হাকিম বলেন, ‘কুয়োর ব্যাং হচ্ছে বিপ্লব দেব, ভাবে কুয়োটাই পৃথিবী। আমাদের কর্মীদের মেরে মেরে হাসপাতালে পাঠাচ্ছে তো, আমাদের কিন্তু মাত্র ৫ মিনিট সময় লাগবে জবাব দিতে। এখানে একটা মারলে, ওখানে পাঁচটা মারব আমরা। কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিশ্বাস সবার উপরে মানুষ সত্য। তাই মানুষের সমর্থনেই তৃণমূল জিতবে’।

তৃণমূল মন্ত্রীর এই মন্তব্যের তীব্র বিরোধীতা করে ত্রিপুরার এক বিজেপি নেতা বলেন, ‘ভেঙে দেব, গুঁড়িয়ে দেব- এইসমস্ত মন্তব্যের তীব্র বিরোধীতা করছি আমরা। এভাবেই তো তৃণমূলের সংস্কৃতি বোঝা যাচ্ছে। নিজেদের রাজ্যে জায়গা না পেয়ে, ত্রিপুরায় অশান্তি পাকানোর চেষ্টা করছে। কিন্তু বিজেপি এই হুমকির রাজনীতিকে কখনই সমর্থন করে না’।

Smita Hari

সম্পর্কিত খবর