বাংলা হান্ট ডেস্কঃ কলকাতার রাস্তাঘাট থেকে শুরু করে বড় শপিং মল, সব জায়গাতেই বাংলায় নামফলক থাকা বাধ্যতামূলক। শুক্রবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে এই সিদ্ধান্তের কথা স্পষ্ট করে জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
বাংলা ভাষাকে প্রাধান্য দিতে হবে, বললেন ফিরহাদ (Firhad Hakim)
৯৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী বাংলায় দোকানের নামফলক প্রসঙ্গে প্রশ্ন তোলেন। তার জবাবে মেয়র ফিরহাদ হাকিম বলেন, “বাংলায় ব্যবসা করতে চাইলে দোকান কিংবা শপিং মল-সব ক্ষেত্রেই বাংলায় বোর্ড লাগাতেই হবে। অন্যান্য ভাষায় লেখা থাকতে পারে, তবে বাংলা ভাষাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে।”
উল্লেখ্য, কলকাতার একাধিক শপিং মলে ইংরেজি হরফে নামফলক ঝলমল করতে দেখা যায়। সে প্রসঙ্গ টেনে মেয়র (Firhad Hakim) স্পষ্ট জানিয়ে দেন যে, “শপিং মলগুলিতে অনেক দোকানের নামফলকে বাংলা দেখা যায় না। কলকাতার বুকে ব্যবসা করতে চাইলে বাংলায় লেখা বোর্ড লাগানো বাধ্যতামূলক।” পুরসভার লাইসেন্স বিভাগকে এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে।
বাংলায় নামফলক না লাগালে ব্যবসায়ীদের লাইসেন্সের মেয়াদ আর বাড়ানো হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দেন ফিরহাদ (Firhad Hakim)। এই প্রসঙ্গে তিনি বলেন, “যদি কোনও দোকান বা শপিং মল বাংলায় বোর্ড লাগাতে অস্বীকার করে, তবে তাদের ব্যবসার লাইসেন্স পুনর্নবীকরণ করা হবে না।”
আরও পড়ুনঃ ন্যূনতম ১২০০ ভোটার, নতুন বুথ তৈরি, বিধানসভা ভোটের আগে ভোট প্রক্রিয়ায় একাধিক নিয়ম বদল রাজ্যে
বাংলা ভাষাকে মর্যাদা দেওয়ার প্রশ্নে এদিন দৃঢ় অবস্থান নিল কলকাতা পুরসভা। রাজনৈতিক মহলের মতে, বিধানসভা ভোটের আগে ভাষা-আবেগকে হাতিয়ার করেই বিজেপিকে চাপে ফেলতে চাইছে তৃণমূল। তবে মেয়রের (Firhad Hakim) বার্তা পরিষ্কার, ব্যবসা করতে চাইলে বাংলার মর্যাদা মানতেই হবে।