এবার আধকাঠা জমিতেও বানাতে পারবেন স্বপ্নে বাড়ি! বড় চমক কলকাতা পুরসভার

Published on:

Published on:

Firhad Hakim now you can build your dream home even on semi-detached land big surprise from KMC

বাংলা হান্ট ডেস্ক: কলকাতায় এবার আধকাঠা জমিতেও এবার বাড়ি নির্মাণের অনুমোদন মিলল। সোমবার নবান্নের মুখ্যমন্ত্রী নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদন পেয়েছে। এই বৈঠকের শেষে কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী একথা জানান (Firhad Hakim)। যদিও এই ঘোষণা কলকাতা পুরসভার (Kolkata Municipality) তরফ থেকে আগে করা হয়েছিল। কিন্তু এতদিন আধকাটা বা তার কম জমিতে বাড়ি বানানোর ক্ষেত্রে এতদিন সমস্যা হয়েছিল। তবে এবার শহর কলকাতার ছোট জমিতে বাড়ি বানানোর সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা।

ছোট জমির ক্ষেত্রে বাড়ি করার অনুমোদন দিল কলকাতা পুরসভা (Firhad Hakim)

সোমবার নবান্ন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভায় এই বৈঠক অনুমোদন পাওয়ার পর। পুরমন্ত্রী ফিরাদ হাকিম (Firhad Hakim) জানান, মানবিক দিক বিচার করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন ছোট বাড়ির ক্ষেত্রে আমাদের হাত বাধা ছিল। তবে বিল্ডিং প্ল্যানে অনুমোদন দেওয়ার ছাড়পত্র ছিল না। কিন্তু এবার কলকাতা পুরসভার বিল্ডিং রুলস সংশোধন করা হল।

ফিরাদ হাকিম জানান, এবার থেকে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের জন্য ছোট জমিত বাড়ি তৈরি করা ছাড়পত্র দেওয়া হবে। একইভাবে ৫০০ বর্গফুট এলাকায় থাকলেও ছোট বাড়ির তৈরীর অনুমোদন মিলবে। তিনি আরও জানান, ১৫ দিনের মধ্যে বিল্ডিং এর প্ল্যান না পাওয়া গেলে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করা যাবে।এছাড়াও ছোট জমিতে বাড়ি পাশাপাশি বাড়ির দূরত্ব কতটা হবে তা নির্ভর করবে এলাকার অবস্থিত ও নির্মাণ পরিকল্পনার ওপরে। এই সব কিছুই অনলাইন প্রক্রিয়ায় হবে বলে জানান পুরো মন্ত্রী।

Firhad Hakim now you can build your dream home even on semi-detached land big surprise from KMC

আরও পড়ুন: খেতে হবে না কারি কারি ওষুধ! প্রতিদিন সকালে খালি পেটে খান গুড়, তারপর দেখুন ম্যাজিক

কলকাতা পুরসভার (Kolkata Municipality) মেয়র পরিষদের বৈঠকে এর আগে ছোট জায়গায় বাড়ি বানানোর অনুমোদন দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে তা নানান কারণে অনুমোদন দেওয়া সম্ভব হচ্ছিল না। কিন্তু সোমবার মন্ত্রীসভায় কলকাতা পুরসভার সংশোধিত বিডিতে অনুমোদন দেওয়ার পর আর কোন জট থাকল না। তবে এই ধরনের বাড়ির সর্বোচ্চ উচ্চতা কতলা তৈরি করা যাবে সেই বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত রাজ্য সরকারের এই নতুন নীতি কার্যকর হলে বহু পরিবার শহরে আইনি অনুমোদন নিয়ে বাড়ি নির্মাণ করতে পারবেন বলে মনে করছেন অনেকেই। যা একদিকে আবাসন সমস্যা সমাধান হিসাবে সাহায্য করবে।