মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্ল্যাকমেল করেছে অনুব্রত! ফিরহাদ হাকিমের বিস্ফোরক ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ প্রার্থী ঘোষণার পর একদিকে যেমন বিজেপির অন্দরে জায়গায় জায়গায় ক্ষোভ দেখা গিয়েছে, তেমনই শাসক দল তৃণমূলের অন্দরেও রাজ্য জুড়ে ক্ষোভ দেখা গিয়েছিল। কোথাও পথ অবরোধ, কোথাও পার্টি অফিসের সামনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছিল তৃণমূলের কর্মী-সমর্থকরা। এমনকি দলের অনেক তারকা প্রার্থীকে বহিরাগত আখ্যা দিয়ে তাঁদের বদল করার দাবি তুলেছিল তৃণমূলের কর্মীরা।

আর সেই প্রার্থী নিয়ে বিক্ষোভের মাঝে তৃণমূলের নেতা তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের একটি বিস্ফোরক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ওই ভিডিওতে ফিরহাদ হাকিমকে তৃণমূলের দাপুটে নেতা তথা বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করতে দেখা গিয়েছে। ফিরহাদ হাকিম ভিডিওতে বলছেন, প্রার্থী বদল করার জন্য অনুব্রত মণ্ডল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্ল্যাকমেল করেছেন।

২২ মার্চ সোমবার কলকতা পোর্টের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম নিজের বিধানসভা কেন্দ্রের ৭৮ নং ওয়ার্ডে তৃণমূলের নেতা-কর্মীদের নিয়ে একটি বুথ ম্যানেজমেন্ট বৈঠকে অংশ নিয়েছিলেন। সেই বৈঠক থেকেই এই বিস্ফোরক মন্তব্য করেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। ওই বৈঠকের ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে পোস্ট করেন তৃণমূলের নেতা নিজামুদ্দিন সামস।

ওই ভিডিওতে কলকাতা পোর্টের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমকে বলতে শোনা যাচ্ছে যে, ‘আমি পাশে বসে থেকে জানতে পারিনি যে তালিকায় কার নাম আছে, কার নাম নেই। যখন দেখলাম ওঁর নাম নেই, তখন আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করি এটা কি হল? তখন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলেন, অনুব্রত আমাকে ব্ল্যাকমেল করেছে! জোর করে ওঁর নাম কেটে এর নাম দিয়ে দিয়েছে, আমি কি করব?”

এরপর ফিরহাদ হাকিম বলেন, ‘তখন আমি বললাম … আপনি আমাদের সবথেকে বড় লিডার আপনি কি করবেন? তখন মমতা ব্যানার্জী বলেন … আমাকে সবাইকে সামলাতে হয়, সবাইকে হাতে রাখতে হয়।” ফিরহাদ হাকিমের এই বক্তব্যের পর তৃণমূল নেত্রীকে নিয়ে অনেক প্রশ্ন উঠছে। কিছুদিন আগেই তিনি হলদিয়ায় সভা করতে গিয়ে শুভেন্দু অধিকারীর নাম না নিয়ে বলেছিলেন, ‘আমাকে এখানে ঢুকতে দেওয়া হত না, আমাকে এখানে ঢোকার আগে অনুমতি নিতে হত।” আর এখন ফিরহাদ হাকিমের বক্তব্য অনুযায়ী, অনুব্রত মণ্ডল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্ল্যাকমেল করে প্রার্থী বদল করে নিয়েছেন। তাহলে প্রশ্ন এখন এটাই যে, দলের সুপ্রিমো কি ধীরে ধীরে নিজের দলের রাশ হারাচ্ছেন?


Koushik Dutta

সম্পর্কিত খবর