‘জ্যোতিবাবু একদম ঠিক কথা বলতেন’, হঠাৎ বামেদের সুনাম ফিরহাদ হাকিমের গলায়

বাংলা হান্ট ডেস্কঃ এদিন বিধানসভায় পশ্চিমবঙ্গের (West Bengal) প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর (Jyoti Basu) জন্মদিন পালন করা হয়। সিপিএম (Cpim) নেতার ১০৭ তম জন্মদিন পালনের অনুষ্ঠানে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) সহ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান। তবে এদিন বিধানসভায় হাজির ছিলেন না বামেদের কোন নেতা কিংবা নেত্রী। এক্ষেত্রে বিধানসভা ভোটে আসন সংখ্যা না মেলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাতে পারলো না সিপিএম।

অবশ্য এদিন জ্যোতি বসুর জন্মদিন উপলক্ষ্যে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করতে এসে প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রশংসা করার পাশাপাশি বিজেপিকে একযোগে আক্রমণ করেন ফিরহাদ। শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠান শেষে এদিন তৃণমূল নেতা বলেন, “দলের মধ্যে পারস্পরিক বিরোধ কিংবা দ্বন্দ্ব থাকতে পারে। কিন্তু যারা গুণী মানুষ হন, তাদেরকে শ্রদ্ধা জানানো আমাদের কর্তব্য। আমরা এই সংস্কৃতি মেনে চলি।”

এরপরেই তিনি বলেন, “জ্যোতিবাবু একটি কথা একদম ঠিক বলতেন। তিনি বলতেন যে, ভারতীয় জনতা পার্টি হল একটি অসভ্য এবং বর্বরের দল।” বাংলায় সম্প্রতি রাজনৈতিক প্রেক্ষাপটে বিজেপিকে আক্রমণ করে ফিরহাদের এই মন্তব্য বেশ প্রাসঙ্গিক হলে মনে করা হচ্ছে।

এদিন বিধানসভায় উপস্থিত ছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, “বিগত ৩৪ বছর ধরে যে পার্টি বাংলায় ক্ষমতায় ছিলো, তারা এই মুহূর্তে বিধানসভায় নেই। ওদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব থাকতেই পারে কিন্তু বিধানসভায় সদস্য না থাকার ব্যাপারটা অত্যন্ত দুর্ভাগ্যর।”

উল্লেখ্য, বেঁচে থাকাকালীন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সকলের আড়ালেই নিজের জন্মদিন পালন করতেন। তাঁকে শুভেচ্ছা জানানোর জন্য ভিড় করতেন দলীয় নেতা এবং অন্যান্য একাধিক মানুষ। তবে কখনোই ভিড়ের মধ্যে এই বিশেষ দিনটিকে উদযাপন করেন নি তিনি। তবে এদিন তৃণমূলের পক্ষ থেকে জ্যোতি বসুকে শ্রদ্ধা জানানো অনেকেরই নজর কেড়েছে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর