বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার একটি সাংবাদিক সম্মেলন থেকে কলকাতা পুরসভার পুরপ্রশাসক তথা রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, ‘প্রথমে ভারতের বিরোধী দল হব, তারপর ভারতের সেবক দল হব। এতদিন ভারতে শাসকদল কাজ করত, এখন সেবক দল কাজ করবে।” বাংলার নির্বাচন নিয়ে বারবার আদালতের দ্বারস্থ হওয়ায় তিনি বিজেপিকে খোঁচা দিয়ে বলেছেন, ‘ওঁরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে বলেই এমন ছন্নছাড়া হয়ে গিয়েছে।” ফিরহাদ হাকিম আরও বলেন, বিজেপি হারিয়ে গেলে বাংলার মানুষের পক্ষে ভালো।
সাংবাদিক সম্মেলন থেকে ফিরহাদ হাকিম বলেন, রাজ্যে যখন সিপিএমের সরকার ছিল, তখন তৃণমূল অনেক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। হাজার সমস্যার সম্মুখীন হলেও আমরা কখনো নির্বাচন বন্ধ করার জন্য আদালতে যাই নি। তিনি আরও বলেন, বিজেপির চাওয়া নিয়ে যে আদালত রায় দেবে সেটাও নয়।
ফিরহাদ হাকিম বলেন, তৃণমূল মানুষের মনে গেঁথে রয়েছে আমাদের ভোট প্রচার করতে হয় না। মানুষের সঙ্গে সারা বছরই থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি মানুষের কল্যাণের জন্য অনেক কাজ করেন। একুশের নির্বাচনের পর বাংলার মানুষ দেখিয়েছে তাঁরা কীভাবে তৃণমূলের পাশে রয়েছে।
ত্রিপুরা নিয়েও বিজেপিকে খোঁচা দেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, ত্রিপুরার মানুষকে গণতন্ত্রের অধিকার দিতে ব্যর্থ হয়েছে বিপ্লব দেবের সরকার। তৃণমূল এর জবাব দেবে। মানুষকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেবে। ফিরহাদ হাকিম বলেন, বিজেপি ভোট লুঠ করতে পারবে, কিন্তু মানুষের অধিকার ছিনিয়ে নিতে পারবে না। তৃণমূল ত্রিপুরার মানুষের মনে ঢুকে গিয়েছে, আগামী দিনে আমরাই ত্রিপুরায় সরকার গড়ব।